Sagardighi News শুক্রবার দুপুরে জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত গাড়িতে বিস্ফোরণ! দুর্ঘটনার বীভৎসতায় ঝলসে গেল গাড়ির সামনের অংশ। মুর্শিদাবাদের সাগরদীঘির শেখদীঘি এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পরে গুরুতর আহত দুজন। দুর্ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। চালকের আসনে বসেছিলেন এক বেসরকারি কলেজের অধ্যক্ষ , পেছনের সিটে বসেছিলেন গাড়ির চালক।

Sagardighi News স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরমপুরের সুতিরমাঠ এলাকার বাসিন্দা তুহিন সরকার। রোজকার মতোই এদিন সকালে বহরমপুর থেকে সুতির বেসরকারি কলেজে যাচ্ছিলেন কলেজের অধ্যক্ষ তুহিন সরকার। যাওয়ার পথেই শেখদীঘির কাছে চলন্ত গাড়িতে আচমকাই ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় গুরুতর আহত হন তুহিন সরকার ও পেছনের সিটে বসে থাকা গাড়ির চালক নিমাই মন্ডল। পুড়ে যায় গাড়ির সামনের অংশ। স্থানীয়রা ছুটে এসে কোনরকমে গাড়ির ভেতর থেকে দুজনকে উদ্ধার করে। দুজনকেই উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তুহিন সরকারের হাতে আঘাত গুরুতর। নিমাই মণ্ডলের মাথায় আঘাত লেগেছে। দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন।
Sagardighi News বেসরকারি কলেজের ছাত্র মিজানুর রহমান বলেন, চলন্ত গাড়িতে ইঞ্জিন ব্লাস্ট করে। তাতেই অধ্যক্ষের ডান হাতে গুরুতর আঘাত লাগে। গাড়ি চালকও গুরুতর আহত হয়েছেন। নিয়মিত গাড়ি সার্ভিসিং করা হয়। তা সত্ত্বেও কীভাবে দুর্ঘটনা! সেটা নিয়েই ধোঁয়াশা রয়েছে।