Sagardighi News লোডশেডিংয়ের প্রতিবাদে শ্মশানে তুমুল বিক্ষোভ

Published By: Imagine Desk | Published On:

Sagardighi News  লোডশেডিংয়ের জেরে অতিষ্ঠ হয়ে পড়েছেন গ্রাহকরা। শান্তি নেই শ্মশানে এসেও। অভিযোগ ঘণ্টার পর ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় সৎকারে দেরী, ভোগান্তি বাড়ে, দীর্ঘ হয় লাইন। প্রতিবাদে শ্মশানেই ক্ষোভে ফেটে পড়লেন মৃতদের আত্মীয়রা। মঙ্গলবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদেসাগরদিঘির বালিয়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘি থানার বালিয়া শ্মশানে ইলেকট্রিক  চুল্লী রয়েছে। সেখানেই মঙ্গলবার সকালে বিষ্ণুপুর এলাকা থেকে মৃতদেহ সৎকার করতে আনে এক পরিবার।

Sagardighi News পরিবারের সদস্যদের অভিযোগ, এদিন সকাল ৯.৫০ নাগাদ শবদেহ চুল্লিতে ঢোকানো হয়। যদিও মিনিট দশেক পর লোডশেডিং হয়। সকাল গড়িয়ে দুপুর হলেও বিদ্যুৎ আসে নি।   পালিয়ে চলে যান শ্মশানের কর্মীরা। এরপরেই কার্যত ক্ষোভে ফেটে পড়েন মৃতের  পরিবারের সদস্যরা। মৃতের দাদা বলেন, ছ ঘণ্টা হলেও শবদাহ পোড়ান হয়নি, চুল্লি ঘরে পড়ে থাকে মৃতদেহ।  বিকেল সাড়ে ৫টা নাগাদ বিদ্যুৎ এলে দাহ সম্পন্ন হয়। যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্মশান কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া মেলে নি।