Sagardighi News বাল্যবিবাহ, স্কুলছুট রুখতে প্রচার অভিযানে ইমাম- মুয়াজ্জিন, পুরোহিতরা

Published By: Imagine Desk | Published On:

Sagardighi News  সমাজের পিলার হিসাবে কাজ করেন ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতরা। বাল্যবিবাহ রুখতে এবার বিশেষ ভূমিকায় ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতরা। বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত করতেই হবে মুর্শিদাবাদকে। পাইলট প্রজেক্ট সফলে ময়দানে নেমেছে জেলা প্রশাসন। এবার তাদের পাশে থাকার বার্তা ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের। বুধবার সাগরদিঘিতে ব্লক সম্মেলন থেকে বাল্যবিবাহ রোধ, স্কুল ছুট বন্ধ করা সহ নানান সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসার বার্তা দিলেন ইমাম-মুয়াজ্জিনরা। অল বেঙ্গল ইমাম ও মুয়াজ্জিন অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক নিজামউদ্দিন বিশ্বাস বলেন, ‘ সামাজিক যে সমস্যাগুলো আছে যেমন বাল্যবিবাহ রোধ, স্কুলছুট রোধ, স্যানিটেশন, নেশামুক্ত সমাজ গঠন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যে প্রকল্প আছে সেগুলো  বিস্তারিত বিবরণ দিয়ে আলোচনা সভা হল।

Sagardighi News সাগরদিঘি ব্লক কমিউনিটি হলে এদিন এই সম্মেলনে যোগ দিয়ে বাল্যবিবাহ রুখতে সকলকে এগিয়ে আসার বার্তা দেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ। তিনি বলেন, বাল্যবিবাহ কীভাবে রোধ করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। কীভাবে সমাজে সচেতনতা বৃদ্ধি করা যাবে ইমামদের জানাও জরুরী। সাইবার থেকে সামাজিক নানান ইস্যু নিয়ে ইমামদের ফোকাস করে সোশ্যাল যে ইস্যুস গুলো আছে সেগুলো নিয়েই আলোচনা হল।

Sagardighi News এলাকায় এলাকায় গিয়ে একদিকে যেমন পুরোহিতরা বাল্যবিবাহ রুখতে সাধারণ মানুষকে সচেতন করবেন অন্যদিকে ইমাম মুয়াজ্জিনরাও বাল্যবিবাহ রোধের বার্তা দেবেন। সমাজের ব্যাধি নিরাময়ে এই মাধ্যমের উপরে ভরসা রাখছে পুলিশ প্রশাসন।