Sagardighi News গেফতার তৃণমূল পরিচালিত সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান। রাতেই কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার পেশ করা হবে জঙ্গিপুর আদালতে। গত ২৭ জুলাই, সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সদস্য ও কর্মাধ্যক্ষা সাগরদীঘি থানায় অভিযোগ করেন । এসসি অ্যান্ড এসটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দায়ের হয় এফআইআর দায়ের হয় এফআইআর। এতে অস্বস্তিতে পরে দল।
Sagardighi News কে এই মসিউর রহমান ? আরও পড়ুনঃ মসিউরের মসিহা কে? দলকেও থোরাই কেয়ার সাগরদিঘির পঞ্চায়েত সমিতির সভাপতির!
Sagardighi News ২৭ আগস্ট পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফার নির্দেশ দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানের পক্ষ থেকে। যদিও ইস্তফা দেন নি মসিউর।
Sagardighi News এর আগেও গত ৪ মার্চ সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে সাগরদিঘি থানায় হয় এফআইআর। সেবার মণিগ্রাম পঞ্চায়েতের মহিলা প্রধানকে চড় মারার অভিযোগ উঠেছিল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। অবশেষে গ্রেফতার মসিউর রহমান।