Sagardighi News ঋণ দেওয়ার নামে অনলাইনে প্রতারণার অভিযোগে ব্যারাকপুর থেকে গ্রেপ্তার এক যুবক। সাগরদিঘি (Sagardighi Police Station) থানার পুলিশ সোমবার রাতে ঐ যুবককে গ্রেপ্তার করে।
কিভাবে প্রতারণার ফাঁদ ?
Sagardighi News জানা গিয়েছে গত ১লা ডিসেম্বর সাগরদিঘির এক বাসিন্দা সাগরদিঘি থানায় প্রতারণার অভিযোগ করেন। তার অভিযোগ ছিল ফোন কলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ঋণ দেওয়ার নাম করে ওটিপি পাঠায়। ওসিবি শেয়ার করতেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়ের হয়ে যায় প্রায় ১ লক্ষ ২৭ হাজার টাকা। অভিযোগ পাওয়ার পর ফোন নম্বরের সুত্র ধরে তদন্তে নামে পুলিশ ও সাইবার সেল।

Sagardighi News ফোন নম্বরের সুত্র ধরে সোমবার রাতে উত্তর ২৪ পরগণার (North 24 Parganas) ব্যারাকপুর থেকে গ্রেপ্তার করা হয় দুরন্ত দাস শর্মা নামে এক যুবককে। ধৃত যুবক ঐ এলাকারই বাসিন্দা। ধৃত নিজেকে আইটি সংস্থার কর্মী বলে দাবি করেছেন।
কোর্টে কী হল ধৃতের ?
মঙ্গলবার ধৃতকে ১৪ দিনের হেফাজতে চেয়ে জঙ্গিপুর কোর্টে ( jangipur court ) পাঠায় পুলিশ। কতদিন ধরে ঐ যুবক এই প্রতারণা চক্র চালাচ্ছে তা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই চক্রের সাথে আর কেউ যুক্ত কিনা তারও তদন্ত চালাচ্ছে পুলিশ।














