Sagardighi News খানাখন্দে ভরা বেহাল রাস্তা। বড় বড় গর্তে জমে আছে বৃষ্টির জল। সেই ভাঙাচোরা রাস্তা দিয়ে কোনরকমে যাতায়াত করছেন স্থানীয়রা। হামেশাই ঘটছে দুর্ঘটনা। প্রাণ হারিয়েছে এক শিশুও। স্কুল, কলেজ থেকে হাসপাতাল- সময়মতো পৌঁছনো যাচ্ছে না কোথাও। দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি পেতে এবার পথে নেমে প্রতিবাদ হল তীব্র। ” আগে রাস্তা পরে ভোট” এই স্লোগানকে সামনে রেখে পথে নামলেন ভুক্তভোগীরা। রাস্তার দাবীতে প্রতিবাদ মুর্শিদাবাদের সাগরদিঘির কাবিলপুরে। স্থানীয়দের অভিযোগ, সংস্কার হয় না দীর্ঘদিন। জনপ্রতিনিধিদের তরফে প্রতিশ্রুতি পেলেও পূরণ হয় না। বালিয়া থেকে টিকটিকিপাড়া পর্যন্ত প্রায় ৯ কিমি রাস্তা একেবারেই বেহাল।
Sagardighi News ক্ষুব্ধ গ্রামবাসীরা ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। গ্রামের মোড়ে মোড়ে পোস্টার ও ব্যানার টাঙিয়ে বলা হচ্ছে—”রাস্তা না হলে, ভোটও না”। স্থানীয় এক বাসিন্দা আবদুল রাইসুদ্দিন বলেন, ‘রাস্তার বেহাল দশার কারণে আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না। প্রতিবার ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু ভোট মিটতেই সব ভুলে যায়। এবার আর আমরা ঠকতে চাই না। রাস্তা না ঠিক হলে আমরা ভোট দেব না।’
Sagardighi News গ্রামের প্রবীণ এক নাগরিক জানান, বর্ষার সময় এই রাস্তা চলাচলের অযোগ্য। অ্যাম্বুলেন্স, স্কুলভ্যান তো দূরের কথা, সাইকেল চালানো যায় না। রাস্তা সংস্কার না হলে জোড়াল প্রতিবাদের হুঙ্কার কাবিলপুরবাসীর।