এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Sagardighi News: সাইকেলে করে রাস্তা পেরোতে গিয়ে ধাক্কা মারল ট্রাক, সাত সকালে সেখদিঘীতে প্রাণ গেল একজনের Nh34 News Update

Published on: July 19, 2022

নিজস্ব প্রতিনিধিঃ সাত সকালে মুর্শিদাবাদের সাগরদিঘীতে Sagardighi Murshidabad ৩৪ নম্বর জাতীয় সড়কে National Highway34 দুর্ঘটনায় প্রাণ হারালেন এক জন। মৃত ব্যক্তির নাম বেল্লক মাল , বয়স ৪১ । এদিন সকালে পেশায় পাম্পের মিস্ত্রি ওই ব্যক্তি সকালে কাজে জন্য জলসি গ্রামের বাড়ি থেকে বেড়িয়েছিলেন। সাইকেল নিয়ে যাচ্ছিলেন অনুপপুর Anuppure । সকালেই বাড়িতে খবর আসে দুর্ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা হাসপাতালে এসে দেখেন, মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। সূত্রের খবর, এদিন সকালে সেখদিঘী মোড়ের কাছে রাস্তা পাড় হওয়ার সময় একটি ট্রাক ধাক্কা মারে ওই ব্যক্তিকে। সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন তিনি । স্থানীয়রা উদ্ধার করে সাগরদিঘী সুপার স্পেসালিটি হাসপাতালে Sagardighi Super Speciality Hospital নিয়ে এলে চিকিৎসকরা বেল্লক মালকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে Jangipur Hospital পাঠানো হয় ওই ব্যক্তির দেহ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now