এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Sagardighi News বাড়ির অন্দরে এই কাণ্ড! পর্দাফাঁস হতেই যা এল সামনে

Published on: January 8, 2026
Sagardighi News

Sagardighi News  সেই বাড়িতেই চলছিল হেরোইন তৈরির কারবার। হাতেনাতে গ্রেফতার করা হয় গৃহকর্তা রাকিবুল শেখ, তাঁর স্ত্রী মমিনা বিবি,  হাসিনা খাতুনকে। একই সাথে গ্রেফতার করা হয় লালগোলার বাসিন্দা ইব্রাহিম সেখকে। পুলিশের তল্লাশি অভিযানে ঐ বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণ হেরোইন।

Sagardighi News কোটি কোটি টাকার কারবার চলত বাড়িতে!

উদ্ধার কোটি কোটি টাকার হেরোইন

 

আরও পড়ুন- Bangladeshi Arrested ফের মুর্শিদাবাদ, পুলিশের জালে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারি

Sagardighi News   ৫ কেজি ২৮৭ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত হয়েছে, যার বাজারমূল্য দু থেকে আড়াই কোটি টাকা! দাবি পুলিশের 

Sagardighi News সাগরদীঘির এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন জঙ্গিপুর এসডিপিও প্রবীর মণ্ডল। তিনি জানিয়েছেন, সাগরদীঘি থানার কাছে খবর আসে কাবিলপুরে একটি বাড়িতে হেরোইন তৈরি করার কাজ চলছে। সেই খবর পেয়ে ওসি সাগরদীঘি তাঁর টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তল্লাশি চালিয়ে ৫ কেজি ২৮৭ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। চারজনকে অ্যারেস্ট করা হয়। চারজনের মধ্যে রাকিবুল সেখ, মোমিনা বিবি, হাসিনা খাতুন যাদের বাড়িতেই এই কাজটি হচ্ছিল । এই কাজটি করার জন্য ইব্রাহিম সেখ নামে একজন লালগোলা থেকে এসেছিল। বাজেয়াপ্ত হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য দুই থেকে আড়াই কোটি টাকা। ধৃত চারজনকে বৃহস্পতিবার কোর্টে তোলা হয়। ইতিমধ্যেই এনডিপিএস অ্যাক্টে মামলা শুরু হয়েছে। 

Sagardighi News এই মাদক চক্রের সাথে আর কারা যুক্ত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের ৭ দিনের হেফাজতে চেয়ে কোর্টে পাঠায় সাগরদীঘি থানা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now