Sagardighi News জনপ্রতিনিধির বাড়িতে ‘কমিউনিটি টয়লেট’! বিতর্কে সরগরম কাবিলপুর

Published By: Imagine Desk | Published On:

Sagardighi News  জনগণের ব্যবহারের জন্য কমিউনিটি টয়লেট Community Toilet। অথচ সেই টয়লেট তৈরি হচ্ছে খোদ পঞ্চায়েত প্রধানের বাড়ির ভেতরে! মুর্শিদাবাদেসাগরদীঘি ব্লকের কাবিলপুরে এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। গ্রামবাসীদের একাংশ প্রশ্ন তুলছেন, অভিযোগ করছেন। এক গ্রামবাসী সওদাগর সেখ বলেন, ‘জনপ্রতিনিধির বাড়ির ভেতরে কেন শৌচাগার নির্মাণ হবে?  সরকারি অর্থ ব্যয়ে শৌচাগার সরকারি জায়গায় হবে। জনসাধারণ কী ভাবে ব্যবহার করবে?’

Sagardighi News  গ্রামবাসীদের একাংশের অভিযোগ, জনগনের স্বার্থে নয় নিজের স্বার্থে অবৈধ নির্মাণ করছেন কাবিলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রোজিনা বেগম। যদিও অভিযোগ উড়িয়েছেন পঞ্চায়েত প্রধান। পাল্টা তিনি বলেন,  ‘ প্রচুর মানুষের আনাগোনা হয় বাড়িতে। পাশেই স্কুল আছে।  ১৭ ফুট চওড়া রাস্তা আছে। জনসাধারনের কথা ভেবেই আমার জায়গায় ট্যাঙ্ক দিয়েছি। দরজাটা বাইরে রেখেছি। কোন ভুল কাজ করিনি। কারণ, জায়গা সবার কাছে চাইতে হবে। আমার বাড়িতে মেম্বাররা আসে, থানা, ক্যাম্প থেকে লোক আসে। মেম্বারদেরও দাবি ছিল কমিউনিটি টয়লেটের।’

Sagardighi News কমিউনিটি টয়লেট নির্মাণ নিয়ে তর্ক, বিতর্ক অব্যাহত। সরগরম রাজনৈতিক মহলও।