Sagardighi News একি কাণ্ড সাগরদিঘিতে! কী অভিযোগে বিদ্রোহ কর্মাধ্যক্ষার?

Published By: Imagine Desk | Published On:

Sagardighi News মুর্শিদাবাদের সাগরদিঘিতে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষাকে জাতি তুলে গালিগালাজের অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। ব্লক অফিস ঘেরাওয়ের ডাক একাধিক আদিবাসী সংগঠনের । পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলেরই শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষার । সাগরদিঘি থানায় দায়ের এফআইআর । রবিবার থানায় লিখিত অভিযোগ জমা দেন  সাগরদিঘির পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষা ফুলন সর্দার । অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান তাকে একাধিকবার জাত তুলে অপমান করেছেন। ভারতীয় সংবিধানের ট্রাইবাল অ্যাক্ট ১৯৮৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আর্জি ওই কর্মাধ্যক্ষার। অভিযুক্তের বিরুদ্ধে এসসি অ্যান্ড এসটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে দায়ের হয়েছে এফআইআর। এই ইস্যুতে একাধিক আদিবাসী সংগঠন মঙ্গলবার সাগরদিঘির বিডিও অফিস ঘেরাও এর ডাক দিয়েছে।