সাগরদিঘির কংগ্রেস কার্যালয়ে পুড়ল বাইরনের ছবি

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস তৃণমূলে যোগদান করার পর সাগরদিঘির কংগ্রেসে শুরু হয়েছে তীব্র অসন্তোষ। সাগরদিঘি কংগ্রেস কার্যালয়ে বায়রন বিশ্বাসের ছবি ছিড়ে, পুড়িয়ে দেওয়া হল। সোমবার পূর্ব মেদিনীপুরের ঘাটালে অভিষেক ব্যানার্জীর জনসভা থেকে তৃনমূলে যোগদান করলেন সাগরদিঘি থেকে নির্বাচিত কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষোভের ছবি দেখা যাচ্ছে সাগরদিঘিতে।

এদিন কংগ্রেস বিধায়কের তৃনমূলে যোগদানের খবর ছড়িয়ে পড়তেই সাগরদিঘির পাটকেলডাঙ্গার গৌরীপুর কংগ্রেস কার্যালয়ে বাইরন বিশ্বাসের ছবি, ব্যানার, ফ্লেক্স ছিঁড়ে পোস্টার পুড়িয়ে ফেলা হল। সাগরদিঘি ব্লক কংগ্রেসের সভাপতি সাইদুল রহমানের নেতৃত্বে কংগ্রেস কর্মী সমর্থকেরা বাইরন বিশ্বাসের পুড়িয়ে ফেলে ক্ষোভ প্রদর্শন করল। সাগরদিঘি কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের উচ্চ নেতৃত্ব অধীর চৌধুরীর দিকে আঙ্গুল তুলেছেন, বাইরন বিশ্বাসের মত একজনকে প্রার্থী করা নিয়ে। সাগরদিঘি ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক সাইদুল রহমান যিনি তাঁর কর্মী সমর্থকদের নিয়ে ভোটের সময় জেলেও গেছিলেন পরে হাইকোর্টের নির্দেশে জামিনে মুক্ত হন। তিনি সরাসরি জেলা কংগ্রেস নেতৃত্ব ও প্রদেশ কংগ্রেস সভাপতি দিকে একাধিক অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন।