Sagardighi Electricity Crisis বিদ্যুতের দাবিতে পাখা হাতে রাস্তা অবরোধ সাগরদিঘিতে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা সাগরদিঘি ১৮ই জুন :  বিদ্যুতের দাবিতে পাখা হাতে রাস্তা অবরোধ সাগরদিঘিতে। অভিনব এই প্রতিবাদে চাঞ্চল্য ।  কয়েক কিলোমিটার দূরেই রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। তার মাঝেই এলাকায় দীর্ঘদিন ধরে চলছে বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎ থাকলেও থাকছে না ভোল্টেজ। প্রতিবাদে সাগরদিঘির কাবিলপুরে রাস্তা অবরোধ করে বিক্ষোভে গ্রামবাসীরা। রাস্তার বাস বেঁধে চলল অবরোধ। এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রায় ১ মাস থেকে কাবিলপুর অঞ্চলের ১৮ টি গ্রামে ঠিকঠাক বিদ্যুৎ পরিষেবা মিলছে না। বিশেষত সাহেবনগর,নতুনপাড়া, চরকাবিলপুর,অমৃতপুর গ্রামে সমস্যা সব থেকে বেশি। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিকের দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে ১০ টা থেকে কাবিলপুর বটতলা মোড়ে রাস্তায় বসে পথঅবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

মাঝে মধ্যেই থাকছে না বিদ্যুৎ। গরমে এর জেরে নাজেহাল হতে হচ্ছে ছোট থেকে বড় সকলকেই। বিদ্যুৎ দপ্তরে জানিতেও সুরাহা না মেলায় এদিন দীর্ঘক্ষন ধরে চলে রাস্তা অবরোধ। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সাগরদিঘি থানার পুলিশ। বিক্ষোভকারীদের সাথে কথা বলেন তাঁরা। সমস্যা সমাধানের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।