Sagardighi ভুয়া আধারঃ UP থেকে গ্রেপ্তার এক

Published By: Madhyabanga News | Published On:

ভুয়া আধার কার্ডের FAKE AADHAR  জাল ছড়ানো উত্তর প্রদেশ UP পর্যন্ত ! সাগরদিঘীতে SAGARDIGHI  জাল আধার কাণ্ডে এবার  উত্তর প্রদেশ থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল সাগরদিঘী থানার পুলিশ। পুলিশি তদন্ত চলাকালীন উঠে আসে উত্তর প্রদেশের এক কারবারির নাম।

সাগরদিঘী থানার বিশেষ টিম উত্তর প্রদেশ থেকে অন্যতম অভিযুক্ত কালীচরণ ওরফে রাম স্বরূপ নামে ঐ যুবককে ট্রানজিট রিমান্ডের জন্য নিয়ে আসে। বিভিন্ন লোককে ক্লোনড আই ডি ও পাসওয়ার্ড দিয়ে মোটা অঙ্কের টাকা রোজগার করত বলেই পুলিশ সুত্রে জানা যায়।

ধৃতের কাছ থেকে একটি ল্যাপটপ ও একটি আই ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। শনিবার ধৃতকে জঙ্গিপুর এ সি জে এম কোর্টে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় কোর্ট। উল্লেখ্য, গত ২৮ শে জুন জাল আধার চক্রের মূল তিন পাণ্ডা গ্রেপ্তার হয় সাগরদীঘিতে। ধৃতদের জিজ্ঞাসাবাদেই উঠে আসে কালীচরণের নাম।