Safe Drive Save Life সপ্তাহের প্রথম দিন। শহর বহরমপুরের রাস্তায় বাইক বাহিনী। বাইকে সওয়ার খোদ মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। তাঁর নেতৃত্বে মুর্শিদাবাদ পুলিশের পুরো টিম। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাইক রাইডারদের দেখে থমকে দাঁড়ালেন অনেকেই। সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচীতে ময়দানে পুলিশ কর্তারা। উদ্দ্যেশ্য একটাই জনসাধারণকে সচেতন করা। বাইক চালালে হেলমেট যে মাস্ট! সেটাই বোঝানো হয় আবারও। সোমবার এস পি অফিস চত্বর থেকে সূচনা হয় এই কর্মসূচীর। সাবধানে চালাও, জীবন বাঁচাও- এই বার্তা নিয়ে পথে নামে মুর্শিদাবাদ পুলিশ।
Safe Drive Save Life মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ বলেন, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’- কর্মসূচিতে একটি বাইক র্যালি হল মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে। ট্র্যাফিক ডিউটির জন্য ১০ টা রয়্যাল এনফিলড পুলিশ হেড কোয়ার্টার থেকে পেয়েছি। সেটা নিয়েই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে এই বিশেষ অভিযান। হেলমেট পরতে হবে, সিট বেল্ট বাঁধতে হবে। এখন প্রতিদিন ৫০০ থেকে ৬০০ প্রসিকিউশন হচ্ছে। ট্রাফিকের উপর ফোকাস করা হচ্ছে। জাতীয় সড়কে দুর্ঘটনার সংখ্যাও গত দেড় মাসে একটু কমেছে।
Safe Drive Save Life দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা কতটা জরুরী, মাইকিং, মোটরবাইক র্যালির মাধ্যমে সচেতন করা হয় শহরবাসীকে। বহরমপুর শহরের বিভিন্ন প্রান্তে মোটরবাইক র্যালি ঘোরে। পুলিশের উচ্ছ পদস্থ কর্তা, ট্রাফিক পুলিশ, উইনার্স টিম- একযোগে বাইক নিয়ে সচেতনতা অভিযানে অংশ নেন।