Safe Drive Save Life জীবন বাঁচাতে মেনে চলুন ট্রাফিক আইন। হেলমেট পরুন, সুরক্ষিত থাখুন- এই বার্তা নিয়ে আবারও পথে নামল মুর্শিদাবাদ পুলিশ জেলা। মঙ্গলবার শহর বহরমপুরে হল ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ ‘Safe Drive Save Life‘ এর প্রচারে শোভাযাত্রা। মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপারের অফিস চত্বর থেকে শুরু হয় র্যালি। সবুজ পতাকা নেড়ে শোভাযাত্রার সূচনা করেন পুলিশ সুপার কুমার সানি রাজ সহ অন্যান্য পুলিশ কর্তারা।
Safe Drive Save Life সিভিক ভলেনটিয়ার, পুলিশ কর্মীদের সাথে শোভা যাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে র্যালি। র্যালি শেষে হয় আলোচনা সভা। যেখানে পথ নিরাপত্তা নিয়ে বিশেষ বার্তা দেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ। তিনি জানান, হেলমেট পরা, ট্রাফিক আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব, কর্তব্য। নিজের ও নিজের পরিবারের সুরক্ষায় হেলমেট পরতে হবে, চার চাকার ক্ষেত্রে সিট বেল্ট মাস্ট। অনেকেই এখনও অসচেতন। সেক্ষেত্রে কড়া আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। শুধুমাত্র সাধারণ মানুষের পথ নিরাপত্তার কথা মাথায় রেখেই।
Safe Drive Save Life সাধারণ নাগরিকদের স্বার্থে রাজ্য পুলিশের অন্যতম কর্মসূচি ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’। পথ দুর্ঘটনা এড়াতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ক্রমাগত সেফ ড্রাইভ, সেভ লাইফ-এর প্রচার চলে রাজ্য থেকে জেলা, শহর থেকে গ্রামে। ২০১৬ সালের ৮ জুলাই পথ দুর্ঘটনা আটকাতে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্প চালু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই পথ নিরাপত্তার ক্ষেত্রে ধারাবাহিক ভাবে নেওয়া হয় এই কর্মসূচী।