রানিনগরে প্রধান শিক্ষকের মৃত্যুতে ধৃত পরিচালন সমিতির সভাপতি আইনাল এক সময় তাঁর ছাত্র ছিলেন
নিজস্ব প্রতিনিধিঃ রাত পোহালেই ৫ সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস Teachers Day। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন হবে। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণানের জন্মদিনে জানানো হবে শিক্ষকদের সম্মান। ঠিক তার আগে শিক্ষক-ছাত্র সম্পর্কের এক হৃদয় বিদারক ঘটনা সামনে এলো। স্কুলের প্রধান শিক্ষককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক সময়ের ছাত্র। যিনি বর্তমানে ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। আবার তৃণমূলের রানীনগর Raninagar ২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের বাবুলতলি খলিলুর রহমান বিদ্যানিকেতন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্বল সিংহরায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রানিনগরের বাড়িতে ওই ঘটনা ঘটে। প্রধান শিক্ষকের স্ত্রী পলি সিংহরায় অভিযোগ করেন, ‘আমার স্বামীকে ৩৫ লক্ষ টাকা দেওয়ার জন্যে চাপ দেওয়া হচ্ছিল। তা না দেওয়ায় ওই টাকার পরিমাণ বাড়ানো হচ্ছিল। এর আগে চাল নিয়ে সমস্যা করেছিল’। পরিচালন সমিতির সভাপতি আইনাল হকের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি।

Raninagar বুধবার রানিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পলি সিংহরায়। বিকেলে ডোমকলের মহকুমা পুলিস আধিকারিক শুভম বাজাজ রানীনগর থানায় গিয়ে প্রধান শিক্ষকের স্ত্রীর সঙ্গে কথা বলেন। ওই দিনই গ্রেপ্তার হন আইনাল। পলি সিংহরায় জানান,’আইনাল আমার স্বামীকে মেরে ফেলল। একসময় আমার স্বামীর ছাত্র ছিল আইনাল’। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় ওই তৃণমূল নেতা সহ ৪ জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৮, ৩৫১, ৩৫২ ধারায় দায়ের হয় মামলা। অভিযোগ,সরকারি অনুদানের টাকা থেকে ৩৫ লক্ষ টাকা দেওয়ার জন্যে চাপ আসছিলো। তা তাড়াতাড়ি না দিলে টাকার অংক বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করা হয়। যার ফলে মানসিক অবসাদে চলে যান ওই প্রধান শিক্ষক। শিক্ষকের প্রতি ছাত্রের এই ব্যবহারে বাংলা সিনেমার সেই বিখ্যাত সংলাপ দিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেকে মিম তৈরি করেছেন- ‘মাস্টার মশাই আপনি কিন্তু কিচ্ছু দেখেননি’। তবে আইনাল তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। যাইহোক শিক্ষক দিবসে ছাত্র ৫ দিনের পুলিশ হেফাজতে থাকবেন!
কে এই আইনাল?
Raninagarবাবুলতলি খলিলুর রহমান বিদ্যানিকেতন স্কুলের পরিচালন সমিতির সভাপতি। স্থানীয়
তৃণমূল নেতা। রানীনগর ২ পঞ্চায়েত সমিতির সদস্য। জলঙ্গির তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাকের ঘনিষ্ঠ বলে পরিচিত।














