Sachin Mondal World Cup 2025 শচীন মণ্ডল। এক ডাকে এখন চেনে গোটা দেশ। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের ২৪ বছরের এই ছেলেটি এখন অনেকের অনুপ্রেরনা। বড় ক্রিকেটার হওয়ায় স্বপ্ন ছিল, ছিল বিশ্বজয়ের স্বপ্ন, 2025 Women’s Cricket World Cup সাপোর্ট স্টাফ হিসেবেই বিশ্বজয় হয়েছে শচীনের। তাঁর কৃতিত্বে এখন বিশ্বের দরবারে মুর্শিদাবাদ।

Sachin Mondal World Cup 2025 শচীন মণ্ডলকে সংবর্ধনা জানান বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী
Sachin Mondal World Cup 2025 ২ রা নভেম্বর ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাস তৈরি করেছে বিশ্বজয়ী হয়ে। আর সেই দলকে সাফল্যের শীর্ষ পৌঁছে দেওয়ার নেপথ্যে রয়েছে বহরমপুরের বাসিন্দা শচীন মণ্ডল । গত সাড়ে তিন বছর ধরে রিচা ঘোষদের নেটে থ্রো ডাউন দেওয়ার কাজ করেছেন শচীন। বিশ্বকাপে জেমাইমা রডরিগেজ-স্মৃতি মন্ধানাদের দুরন্ত ব্যাটিংয়ের পিছনে রয়েছে তাঁর পরিশ্রম। বিশ্বজয় করে ঘরে ফিরেছেন শচীন মণ্ডল। মঙ্গলবার সন্ধ্যায় বহরমপুর পৌরসভায় ক্রিকেটার শচীন মণ্ডল ও তাঁর কোচ বিধানচন্দ্র সরকারকে সংবর্ধনা জানান বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী। ছিলেন ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহাও।
আরও পড়ুন- Murshidabad Womens Cricket: মহিলা ক্রিকেট টিম বিশ্বকাপ ফাইনালে, পথ দেখাবে জেলায়?
Sachin Mondal World Cup 2025 বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জী জানান, ক্রিকেট একটা সময় ধ্যান জ্ঞ্যান ছিল। দু বেলা ক্রিকেট খেলতাম। শচীন মণ্ডল আমাদের বাংলার শচীন। তাঁর প্রবল মানসিক শক্তি। যেখানে মুর্শিদাবাদ থেকে রঞ্জিতে একটা ম্যাচ খেলার সুযোগ কেউ পায়নি, সেখানে ভাবায় যায়নি যে ন্যাশনাল লেভেলে বিসিসিআই এ কেউ মুর্শিদাবাদ থেকে যাবে। শুধু মুর্শিদাবাদের নয় ও বাংলার গর্ব।

Sachin Mondal World Cup 2025 ২০১৯ সালে বহরমপুরের মতো মফস্বল শহর ছেড়ে বেঙ্গালুরুতে পাড়ি দেন শচীন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কাছের এক বেসরকারি অ্যাকাডেমিতে সাইড আর্ম থ্রোয়ার হিসেবে কাজ শুরু করেন তিনি। সেখানেই তাঁর দক্ষতা নজরে আসে ভারতীয় মহিলা ক্রিকেট দলের নির্বাচকদের। থ্রো ডাউনে গতি, নিখুঁত লক্ষ্য আর পরিশ্রমের মনোভাবই তাঁকে দ্রুত আলাদা করে দেয় অন্যদের থেকে তা বলাই বাহুল্য। নিজের জেলার মাঠ থেকে শুরু করে জাতীয় দলের ড্রেসিংরুম পর্যন্ত তাঁর এই যাত্রাপথ, অনুপ্রেরণার গল্প স্বপ্ন দেখাচ্ছে জেলার ক্রিকেটারদের।









