মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সোমবার মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের বৈঠকের পর নবনির্বাচিত সভাধিপতি হলেন সুতির রুবিয়া সুলতানা। ৭৮ আসনের মুর্শিদাবাদ জেলা পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তৃণমূল কংগ্রেস। এদিন জেলা পরিষদের বোর্ড গঠনের আগে বৈঠক করে তৃণমূল নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার দুই সাংগঠনিক নেতৃত্ব ও জেলা পরিষদের সদস্যরা। এদিন সভাধিপতি হন রুবিয়া সুলতানা। সহকারী সভাধিপতি হলেন আতিবুর রহমান।
মুর্শিদাবাদ জেলা পরিষদের ৭৮টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছিল ৭১টি আসনে, কংগ্রেস ৫টি আসনে জয়ী হয় এবং সিপিআই(এম) ২ আসনে জয়ী হয়েছিল। সুতি ২ নম্বর ব্লকের ৯ নম্বর জেলা পরিষদ আসন থেকে জয়ী হয়েছিলেন রুবিয়া সুলতানা ও বেলডাঙা ৬৯ নম্বর জেলা পরিষদের আসনে জয়ী হয় মির্জাপুরের বাসিন্দা আতিবুর রহমান। সোমবার মুর্শিদাবাদ জেলা পরিষদে বোর্ড গঠনের পর উচ্ছ্বাসে মাতলেন তৃণমূল নেতৃত্ব।