এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Royal Enfield Bullet 650 দীর্ঘ অপেক্ষার পর ভারতে আসছে ,মাত্র ₹৩.৪০ লাখ

Published on: November 6, 2025
Royal Enfield Bullet 650 India

Royal Enfield Bullet 650 দীর্ঘ প্রতীক্ষার পর সামনে এল রয়াল এনফিল্ড বুলেট ৬৫০। ইটালির মিলানে EICMA 2025 অনুষ্ঠানের মাধ্যমে এই বাইকটিকে বিশ্বের সামনে হাজির করা হয়। রয়াল এনফিল্ডের ক্লাসিক ডিজাইনের সঙ্গেই থাকছে ৬৫০ সিসির ইঞ্জিন। একই সাথে আধুনিকতা এবং ঐতিহ্যের মিশেল এই বাইক।  ক্যানন ব্ল্যাক এবং ব্যাটেলশিপ ব্লু- এই দুটি রঙে পাওয়া যাবে এই বাইক। ভারতের বাজারো এই বাইক দ্রুত আসছে।

আরও পড়ুনঃ জিএসটি ছাড়, হিরো মোটোকর্পের দুচাকার গাড়ি বিক্রি বেড়েছে লাফিয়ে

Royal Enfield Bullet 650 এই বাইকে স্পেশাল কী ?

নতুন Bullet 650-র ডিজাইন নজর কাড়ছে বাইক প্রেমীদের । রয়াল এনফিল্ড  ব্র্যান্ডের বৈশিষ্ট,  গোলাকার এলইডি  হেডলাইট , ঝকঝকে chrome handlebar, spoke wheel, আর ক্লাসিক boxy rear fender একসঙ্গে যেন পুরনো দিনের স্মৃতি ফিরিয়ে আনছে । গা-ভরা gold pinstripe এর সৌন্দর্যে  শোভিত teardrop-shaped fuel tank, side panel ও fender–এ Royal Enfield-এর স্টাইল সিগনেচার স্পষ্ট। দীর্ঘ বাইক যাত্রার  কথা মাথায় রেখে এতে রাখা হয়েছে single-piece contoured seat ও adjustable clutch এবং brake lever—যা রাইডারদের বাড়তি স্বাচ্ছন্দ্য  দেবে ।

royal enfield 650

২৪ ঘন্টাই যুবকের সাথে এই শালিক পাখি, খাওয়া থেকে ঘুম একসাথেই Man-Bird Friendship

Royal Enfield Bullet 650 নতুন  রয়াল এনফিল্ড বুলেট ৬৫০-এর  ড্যাশবোর্ডেও মিলেছে আধুনিকতার ছোঁয়া। semi-digital instrument cluster-এ রয়েছে analogue speedometer, ডিজিটাল ইনসেটে gear position, fuel gauge, odometer, ও trip meter। সঙ্গে কোম্পানির নিজস্ব Tripper Navigation System মিলছে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে।

Royal Enfield Bullet 650

তবে নির্মাতাদের দাবি,  পারফরম্যান্সের দিক থেকেও কোনও আপস হচ্ছে না এবারেও । Bullet 650- বাইকে রয়েছে সেই পরিচিত 647.95cc parallel-twin engine, যা আগে দেখা গিয়েছে Interceptor ও Continental GT-তে। air/oil-cooled SOHC engineটি উৎপন্ন করে 47bhp power (7,250rpm) এবং 52.3Nm torque (5,150rpm)। এর সঙ্গে মিলেছে 6-speed gearbox ও wet multi-plate clutch, যা রাইডারকে দেবে মসৃণ গিয়ার শিফটের অভিজ্ঞতা।

Royal Enfield Bullet 650 কবে আসছে ভারতে ?

সবচেয়ে বড় খবর—এই নতুন Bullet 650 বাজারে আসছে নভেম্বর ২০২৫-এর শেষ দিকে। দাম শুরু হতে পারে প্রায় ৩.৪০ লক্ষ টাকা (ex-showroom) থেকে। অফিসিয়াল মূল্য ঘোষণা হবে মোটোভার্স  Motoverse 2025-এ, যা অনুষ্ঠিত হবে ২১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত  গোয়ায় অনুষ্ঠিত হবে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now