মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বুটের আওয়াজ, বন্দুকের নল উঁচিয়ে রাস্তায় কেন্দ্রীয় বাহিনী। সাত দিন বাদেই রাজ্যে পঞ্চায়েত ভোট। জেলার মানুষকে অভয় দিতেই রবিবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুটমার্চ।
রবিবার সকালে বহরমপুর থানার অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। এদিন সকালে নওদা পানুর গ্রাম পঞ্চায়েতের ঘোষ পাড়া সহ বিভিন্ন এলাকায় টহলদারি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হওয়ায় আশ্বস্ত হচ্ছেন স্থানীয়রা।
জেলার বিভিন্ন জায়গার পাশাপাশি হরিহরপাড়াতেও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চের ছবি দেখা গেল। রবিবার সকাল থেকে রায়পুর ও ধরমপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করল। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি শুরু হওয়ায় খুশি ভোটাররা। শনিবার সন্ধ্যায় নবগ্রামে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর। এসডিপিও বিক্রম প্রসাদের উপস্থিতিতে সন্ধ্যায় বিভিন্ন এলাকায় টহলদারী চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা।
ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে হিংসার খবর পাওয়া গেছে। চারিদিকে উদ্ধার হচ্ছে বোমা, বারুদ। ভোটের আগে উত্তপ্ত রাজ্যের অন্যান্য জেলাও। তবে জেলায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারী, বুটের আওয়াজ ও বন্দুকের নলে আশ্বস্ত হচ্ছেন ভোটকর্মী থেকে গ্রামবাসী সকলেই।