এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Rodrang Utsav 2025 শিল্প ও সংস্কৃতির আঙিনায় “রোদরং” এর উৎসব উদযাপন মহাসমারোহে

Published on: September 18, 2025
Rodrang Utsav 2025

Rodrang Utsav 2025 শিল্প ও সংস্কৃতির আঙিনায় প্রথম প্রকাশ ২০০৩। সেই থেকেই শুরু, এখন গৌরবের সাথে চলছে পথচলা। বাকি অনেককিছুই। রোদরং পত্রিকা, প্রকাশনা তথা সাংস্কৃতিক সংস্থার বার্ষিক উদযাপন “রোদরং উৎসব ২০২৫” হয়ে গেল মহা সমারোহে। গত ১৪ সেপ্টেম্বর  পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে অনুষ্ঠিত হয়েছে রোদরং সাহিত্য পত্রিকার “রোদরং উৎসব ২০২৫”। ২০০৩ সাল থেকে তার যাত্রাপথের ২২ বছর অতিক্রম করলেও গত ২০১৮ সাল থেকে রোদরং-এর সম্পাদক শুভঙ্কর চট্টোপাধ্যায় তাঁদের সহযোগী বন্ধুদের নিয়ে এই ‘রোদরং উৎসব’ আয়োজন করে চলেছেন। এবারের উৎসবে রোদরং জীবনকৃতি সম্মাননা অর্পণ করা হয় বিশ্ববরেণ্য জাদুশিল্পী, লেখক ও সুবক্তা পি.সি.সরকার (জুনিয়র)কে। তাঁর হাতে স্মারক তুলে দেন কাশিমবাজার রায় রাজপরিবারের সর্ব বরিষ্ঠ সদস্য শ্রী প্রশান্ত কুমার রায়। সম্মাননা গ্রহণের পর তাঁর বক্তব্যের জাদুতে বাকরুদ্ধ হয়ে থাকেন পূর্ণ সভাঘরের শ্রোতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। “রোদরং সম্মাননা ২০২৫” অর্পণ করা হয় স্বনামধন্যা আবৃত্তিশিল্পী শ্রীমতী বিজয়লক্ষ্মী বর্মণ এবং বিশিষ্ট লোকসঙ্গীত গবেষক, গীতিকার, সুরকার ও গায়ক শ্রী অভিজিৎ বসুর হাতে। স্মারক তুলে দেন গতবারের রোদরং সম্মাননার অন্যরম প্রাপক, বিশিষ্ট কবি ও লেখক যশোধরা রায়চৌধুরী। শ্রী প্রশান্ত কুমার রায়ের আত্মজীবনীমূলক গদ্যসংগ্রহ “আমার আমিবেলা” র প্রচ্ছদের মোড়ক উন্মোচন করেন শ্রদ্ধেয় পি.সি.সরকার এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিত্বরা। শ্রদ্ধেয় প্রতুল মুখোপাধ্যায় নামাঙ্কিত “রোদরং বিশেষ সম্মাননা” অর্পণ করা হয়েছে এই সময়ের জনপ্রিয় গীতিকার, সুরকার ও স্বতন্ত্র ধারার সঙ্গীতশিল্পী সহেলী চৌধুরী। অনুষ্ঠানের শুরু হয় গাছে জল দিয়ে এবং কিশোর সঙ্গীতশিল্পী অগ্নিদীপ্ত দাসের শাস্ত্রীয় সঙ্গীতের আলাপের মূর্ছনায়।

Rodrang Utsav 2025 বর্ণময় এই আয়োজনে দুই বিশিষ্ট চলচ্চিত্রশিল্পী ও কবি অতনু বর্মন এবং মৌবনী সরকার কবিতা পাঠ করেন, কবিতা পড়েন যশোধরা রায়চৌধুরী। শ্রদ্ধেয়া বিজয়লক্ষ্মী বর্মণের আবৃত্তির উচ্চারণে এবং বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী অভিজিৎ বসু এবং এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সহেলী চৌধুরীর গানে বাংলা আকাদেমি সভাঘরে এক নান্দনিক আবহের সৃষ্টি হয়। এর বাইরেও বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি ও আবৃত্তিশিল্পীরা অনুষ্ঠানে তাঁদের উপস্থাপনা রাখেন। অনুষ্ঠান শেষ হয় একেবারে দুই প্রিয় আবৃত্তিশিল্পী শ্রবণা শীল ও শুভায়ন চক্রবর্তী অভিনীত ভিন্ন স্বাদের একটি শ্রুতিনাটক দিয়ে। সর্বোপরি বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও এই সময়ের জনপ্রিয় সঞ্চালক পিয়ালী পাঠকের বুদ্ধিদীপ্ত ও সুসংহত সঞ্চালনা সমগ্র আয়োজনকে শিল্পসম্মত ও সার্থক করে তোলে। সব নিয়েই বিশিষ্ট অতিথিদের উপস্থিতি, জমকালো আয়োজনে “রোদরং উৎসব ২০২৫” উদযাপিত হল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now