Road Block মঙ্গলবার সাত সকালে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদে। ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদ থানার অন্তর্গত রঞ্জিতপাড়া এলাকায়। দুর্ঘটনার পরেই প্রতিবাদে পথ আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের রঞ্জিতপাড়া এলাকায় মর্জেম মোল্লা নামে এক বৃদ্ধ সাইকেলে করে সবজি নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুটি ট্রাক্টরের রেষারেষির জেরে নিয়ন্ত্রন হারিয়ে সাইকেলে ধাক্কা মারে একটি ট্রাক্টর। ট্রাক্টরের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সাইকেল। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহী মর্জেম মোল্লার। প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
Road Block মৃতদেহ রাস্তায় রেখে চলতে থাকে বিক্ষোভ। দুই ট্রাক্টর চালককে আটকে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মুর্শিদাবাদ থানার পুলিশ। মৃতদেহ তুলতে গেলে বাঁধা দেয় স্থানীয়রা। বেশকিছুক্ষণ অবরোধ করে রাখা হয় আয়েসবাগ-হরিরামপুর রাজ্য সড়ক। বেশ কিছুক্ষন পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয়দের দাবি, ইটভাটায় মাটি নিয়ে যাওয়ার সময় বেপরোয়া ভাবে ট্রাক্টর চলাচল করছে জনবহুল রাস্তা দিয়ে। প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। ট্রাক্টর চালকদের বেপরোয়া কাণ্ডে প্রাণ গেল নিরীহ মানুষটির।