River Festival 2025 গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ থেকে বিহার, ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গ – মহা সমারোহে পালিত নদী উৎসব ২০২৫। ২০০৮ সালে ৪ নভেম্বর জাতীয় নদী হিসেবে ঘোষণা করা হয় গঙ্গাকে Ganges। সেই থেকেই প্রতি বছরই এইদিন গঙ্গা উৎসব হিসেবে পালিত হয় দেশ জুড়ে। নেওয়া হয় নানান সচেত্কনতামূলক কর্মসূচী। পশ্চিমবঙ্গেও ৯ টি জেলায় পালিত এই বিশেষ দিন, যার মধ্যে মুর্শিদাবাদ জেলা অন্যতম।

River Festival 2025 গঙ্গা পরিষ্কার আমাদের অঙ্গীকার- এই বার্তা নিয়ে মঙ্গলবার সকালে শহর বহরমপুরে সচেতনতামূলক অভিযানে প্রশাসনিক কর্তা থেকে পৌর কর্তারা। নদী উৎসব ২০২৫ উপলক্ষে বহরমপুর শহরে হল প্রভাতফেরি, শোভাযাত্রা। বহরমপুর পৌরসভা চত্বর থেকে র্যালি শুরু হয়, আসে কে এন কলেজ ঘাটে। সেখানেই স্বচ্ছতা অভিযান চলে। মুর্শিদাবাদ জেলা গঙ্গা কমিটি, বহরমপুর পৌরসভার সহযোগিতায় এই কর্মসূচী নেয়।
Ganga River র্যালি থেকে নাটক, গঙ্গা পরিষ্কার রাখতে সচেতনতার বার্তা
River Festival 2025 গঙ্গা তীরবর্তী বসতি, মানুষজনদের কাছে বার্তা গঙ্গা পরিষ্কার রাখতে হবে.
River Festival 2025 National Mission For Clean Ganga-যেখানে অংশ নিলেন স্কুল পড়ুয়া থেকে সমাজের সর্বস্তরের মানুষ। বহরমপুর সদর মহকুমা শাসক শুভঙ্কর রায় জানান, ডিসট্রিক্ট গঙ্গা কমিটির চেয়ারপার্সন হিসেবে ডিসট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন। গঙ্গা তীরবর্তী বিভিন্ন ব্লক, পৌরসভা সারা বছর ধরেই গঙ্গাকে পরিষ্কার রাখার কাজ করে চলেছে। সারাদিন ধরেই নানান সচেতনতামূলক কর্মসূচী রয়েছে। সন্ধ্যায় বিশেষ আরতি হবে গোপালঘাটে। তিনি আরও জানান, মূল উদ্দ্যেশ্য হল সচেতনতা তৈরি করা। গঙ্গা তীরবর্তী বসতি, মানুষজনদের কাছে বার্তা গঙ্গা পরিষ্কার রাখতে হবে, দূষিত করা চলবে না।

River Festival 2025 বহরমপুরে গঙ্গা উৎসব ২০২৫
River Festival 2025 ডিসট্রিক্ট গঙ্গা কমিটির ডিসট্রিক্ট প্রজেক্ট অফিসার সাত্যকি জানা জানান, জেলা শাসকের নির্দেশনায় ষ্টেট মিশন ফর ক্লিন গঙ্গা, ওয়েস্ট বেঙ্গল, ডিসট্রিক্ট গঙ্গা কমিটি এবং এসডিও- সদর অফিসের পরিচালনায়, সহযোগিতায় বহরমপুর পৌরসভা, স্কুলের পড়ুয়ারা স্বচ্ছতা অভিযানে দিনব্যাপি উদযাপনে সামিল। যে নদীকে আমরা মা রুপে পূজিত করি, যে গঙ্গা জল , গঙ্গা মৃত্তিকা- জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত কাজে প্রয়োজন- এখান থেকেই আমাদের পবিত্রতা বোঝা উচিৎ। বিশেষত নতুন প্রজন্মকে সচেতন করাই মূল লক্ষ্য। River Festival 2025
River Festival 2025 বহরমপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান স্বরূপ সাহা জানান, সারা বছর ধরেই, এমনকি উৎসবের মরশুমের পরেও গঙ্গার ঘাটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। গঙ্গা রক্ষা করার জন্য গঙ্গার চারপাশে বৃক্ষরোপণের কর্মসূচীও নেওয়া হয়েছে। সচেতনতামূলক কর্মসূচী সারা বছর ধরেই চলতে থাকে। বহরমপুর শহরের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে গঙ্গাকে দূষণমুক্ত রাখার চেষ্টা চলছে।









