এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

#RGKAR ISSUE , MSD JUNIOR DOCTORS PROTESTআন্দোলন- কর্মবিরতিতে অনড় মুর্শিদাবাদ মেডিক্যাল

Published on: September 10, 2024

#RGKAR ISSUE, MSD JUNIOR DOCTORS PROTESTআরজিকর ইস্যুতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে কাজে ফেরার নির্দেশ সুপ্রিম কোর্ট এর। যদিও বিচার না পাওয়া অব্ধি কাজে না ফেরার সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের। সারা রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের সাথে আন্দোলনে সামিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজও। প্রশ্ন উঠছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা কী করবেন? কর্মবিরতি কি উঠবে মঙ্গলবার বিকেল থেকেই? যা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন মুর্শিদাবাদ মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি, পুরোপুরি কাজে যোগ দিতে তারা আগ্রহী নন। রোগী পরিষেবা সচল রাখতে সপ্তম দিনে পা রেখেছে ‘অভয়া ক্লিনিক’। বিচার না পাওয়া অব্ধি সেই ‘অভয়া ক্লিনিক’ ই চলবে। একই সাথে এমার্জেন্সি পরিষেবাও সচল থাকবে।
এদিকে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে সিনিয়র চিকিৎসকরা। রোগী পরিষেবার ক্ষেত্রে সচল রয়েছে ওপিডি, আউটডোর, ওটি, ইনডোর পরিষেবা। সিনিয়র চিকিৎসকদের সাথে সমান্তরাল ভাবে জুনিয়র চিকিৎসকদের অভয়া ক্লিনিক চলছে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ পরিষেবা পাচ্ছেন। জুনিয়র চিকিৎসকরা বলছেন, আন্দোলনের সাথেই রোগী পরিষেবা স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আন্দোলনের শুরু থেকেই রোগী পরিষেবার দিকটি গুরুত্ব দেওয়া হয়েছে। দেখতে দেখতে জাস্টিসের দাবিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি এক মাস পার করেছে। এর মাঝেই সুপ্রিম নির্দেশের পরও আন্দোলনে অনড় জুনিয়র চিকিৎসকরা। চিকিৎসক ধর্ষণ, খুনের ঘটনায় আপামর জনগণের সাথে অবিলম্বে বিচারের অপেক্ষায় চিকিৎসক মহল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now