এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

RG kar Protest সন্দীপ ঘোষের জামিন, ফের আরজিকর কাণ্ডে প্রতিবাদ বহরমপুরে

Published on: December 16, 2024
RG Kar Protest

RG kar Protest ‘তিলোত্তমা ভয় নাই, আমরা রাজপথ ছাড়ি নাই!’- এই স্লোগানকে সামনে রেখে আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের জামিনের পরেই ফের জেগে উঠল আন্দোলন! বিচারের পথ থেকে সরেনি মানুষ! বোঝাতেই ফের বহরমপুরের রাজপথে হল প্রতিবাদ। বিক্ষোভ সভা ও প্রতিবাদ মিছিল হল সোমবার দুপুরে। টেক্সটাইল মোড় থেকে শুরু হয় মিছিল, বিভিন্ন এলাকা পরিক্রমা করে হয় বিক্ষোভ সভা।

RG kar Protest  প্রতিবাদে কী দাবী?

RG kar Protest প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন শ্রমিক, শিক্ষক, কর্মচারী যুক্ত আন্দোলন মঞ্চ ১২ ই জুলাই কমিটি মুর্শিদাবাদ জেলা শাখার সদস্যরা। বিচার পেয়েছে ফারাক্কা, কিন্তু পাঁচ মাস হতে চললেও বিচারহীন তিলোত্তমা!। এই অভিযোগে সরব শিক্ষক থেকে শ্রমিক, কর্মীরা।

RG kar Protest কী জানালেন এবিটিএ মুর্শিদাবাদ জেলা সম্পাদক ?

এবিটিএ মুর্শিদাবাদ জেলা সম্পাদক জুলফিকর আলী বলেন, “পাঁচমাস অতিক্রান্ত হয়, তিন মাসের মাথায় সিবিআই CBI চার্জশিট জমা দিল না। অনেক গড়িমসি হল। কেন্দ্র- রাজ্য সেটিং এর ফলে রাজনৈতিক লাভালাভ দেখে এই ধরনের বিষয়টি প্রশাসনের, সরকারের পিলারগুলোকে কাজে লাগিয়ে তিলোত্তমার বিচারকে নস্যাৎ করে দিল।” তিনি আরও বলেন, “যারা অপরাধী তাদের মুক্তি দেওয়ার চেষ্টা চলছে। একই ঘটনা ফারাক্কায় অনেক পরে ঘটেছে। কিন্তু পাঁচ মাস হলেও এটা হয়নি। সরকার চাইলে বিচার পেত, সরকার চায়না বলে তিলোত্তমার বিচার হয়না! এই নিয়েই শুভবুদ্ধিসম্পন্ন মানুষ বার্তা দিতে চায়- তিলোত্তমার বিচারের জন্য যতদিন পথে থাকতে হবে ততদিন পথে থাকব”।

RG kar Protest  গত শুক্রবার, ফারাক্কা কাণ্ডে ফাঁসি ও যাবজ্জীবন সাজা হয়েছে দুই আসামির। তিলোত্তমা কাণ্ডে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয়- সেদিকেই তাকিয়ে রাজ্য তথা মুর্শিদাবাদবাসী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now