এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

RG Kar News বহরমপুর বইমেলাতেও প্রতিবাদের স্বর আরজি কর ইস্যুতে

Published on: December 14, 2024
RG Kar News

RG Kar News  আরজি কর কান্ডে  নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে ব্যর্থ হয়েছে সিবিআই  CBI – Central Bureau of Investigation । আর জি কর  মেডিক্যালে R. G. Kar Medical College And Hospital ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। একের পর এক এই ঘটনাগুলিতে হতাশার সুর । যদিও বিচারের দাবি ছাড়তে নারাজ নাগরিক সমাজ।  আরজিকর কান্ডে জাস্টিসের দাবিতে এবার মুর্শিদাবাদ জেলা বই মেলায় বিক্ষোভ সাংস্কৃতিক কর্মী থেকে বিশিষ্টজনদের। আরজিকর কাণ্ডে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ ও অভিজিত মন্ডল। এরপরই নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে আন্দোলন তীব্র করার ডাক দিলেন বহরমপুরের সাংস্কৃতিক কর্মী থেকে বিশিষ্টজনেরা। শনিবার বিকেলে বহরমপুর ব্যারাকস্কয়ার ময়দানে বই মেলায় বাইরে বিক্ষোভের পাশাপাশি ভেতরেও বিক্ষোভ দেখান তারা।

RG Kar News আরও পড়ুনঃ https://madhyabanga.news/rg-kar-issue/

 

RG Kar News প্রথমে বই মেলার গেটের বাইরে পোস্টার হাতে দেখানো হয় বিক্ষোভ। এরপর বইমেলার মাঠেই প্রতিবাদ জানানো হয়। চলে স্লোগানিং। সাংস্কৃতিক কর্মী দেবারতি দেব বলেন, ” দীর্ঘ চার মাস আমরা আন্দলনে রয়েছে। এটা ভাবার কোন কারণ নেই যে আন্দোলন থেমে গিয়েছে।  সব ঘটনা আমদের নজরে আছে। আমরা রাজপথ ছেড়ে দিচ্ছি না ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now