এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

RG Kar Issue মঙ্গলেও মুর্শিদাবাদ মেডিক্যালে কর্মবিরতি অব্যাহত

Published on: August 13, 2024
RG Kar Issue মঙ্গলেও মুর্শিদাবাদ মেডিক্যালে কর্মবিরতি অব্যাহত

RG Kar Issue মঙ্গলেও কর্মবিরতিতে বহাল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের (Murshidabad Medical College) জুনিয়ার ডাক্তারেরা। রবিবার, সোমবারের পর এবার মঙ্গলবারও কর্মবিরতিতে সামিল জুনিয়র ডাক্তারেরা। এদিন সকাল থেকেই মেডিক্যাল কলেজের সামনে হাতে প্লার্কাড হাতে অবস্থানে জুনিয়ার ডাক্তারেরা। আরজি কর কান্ডের (RG Kar Issue) প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার ও কঠর শাস্তি এবং হাসপাতালে নিরাপত্তার সহ একাধিক দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন জুনিয়র ডাক্তারেরা।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের ইনটার্ন বিবেক তিনি স্পষ্টত জানান, “জাস্টিস তখনই পাওয়া যাবে যখন এক বা একাধিক অপরাধীরা ধরা পরবেন। সমস্ত কলেজগুলি এমনকিছু পদক্ষেপ নেই যাতে সেটি অনেক সময় পর্যন্ত কার্যকর থাকে”।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চললেও এমারজেন্সি সহ সমস্ত পরিষেবাই সচল রয়েছে বলে দাবি জুনিয়র ডাক্তারদের। তবে এইভাবে কতদিন চলবে কর্মবিরতি তা নিয়ে প্রশ্ন উঠছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now