RG Kar Issue আরজিকর কান্ডে এবার পথে নামল মহিলা তৃণমূল। রবিবার মুর্শিদাবাদ জেলা জুড়ে হল মহিলা তৃণমূলের প্রতিবাদ কর্মসূচী। আরজিকর কান্ডে দোষীদের ফাঁসি এবং ধর্ষনকারীদের ৫০ দিনের মধ্যে চিহ্নিত করে ফাঁসির ব্যবস্থা করার আইনের দাবিতে পথে নেমেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর নির্দেশে ছাত্র সংগঠনের পর এবার পথে নামল তৃণমূলের মহিলা সংগঠনও। রবিবার ব্লকে ব্লকে মিছিল ও সভা করল মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন বিকেলে হরিহরপাড়ায় ব্লক মহিলা তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
জলঙ্গীতেও মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে কাজীপাড়া থেকে ধনিরামপুর বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে মিছিল করে তৃণমূল নেতৃত্ব। মিছিল শেষে ধনিরামপুর বাজারে হয় পথসভাও আয়োজন করা হয়। কান্দিতেও মহিলা তৃণমূল পথে নামলো। এদিন বিকেলে কান্দি পঞ্চায়েত সমিতি থেকে মিছিল করে মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মিছিল শেষে কান্দি বাইপাশে বিক্ষোভ ও ধর্না সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার ও মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বহরমপুরেও হয় মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্ণা।