RG kar issue MSD Doctors protest ১০ দাবী নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যালে প্রতীকী অনশন জুনিয়র চিকিৎসকদের

Published By: Imagine Desk | Published On:

RG kar issue MSD Doctors protest আরজিকর ইস্যুতে দেশজুড়ে সব মেডিক্যাল কলেজে ১২ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক IMA হেড কোয়াটার্স জুনিয়র ডক্টর্স নেটওয়ার্কের। প্রতীকী অনশন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেও। মঙ্গলবার ১২ ঘণ্টার প্রতীকী অনশনে বসলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। হাসপাতালের ভেতরেই চলল অবস্থান ধর্না। মঙ্গলবার সকাল ৮ থেকে এমারজেন্সির সামনে অবস্থানে বসেন জুনিয়র চিকিৎসকেরা। প্রতীকী অনশনের শুরুতে ১০ জনের বেশী জুনিয়র চিকিৎসক সামিল হন। তবে বেলা বাড়তেই সংখ্যা আরও বাড়তে থাকে। বিকেলের দিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে থেকে র‍্যালি করেন জুনিয়র চিকিৎসকেরা। মূলত দশ দফা দাবী নিয়ে এদিন প্রতীকী অনশন চলে জুনিয়র চিকিৎসকদের। জুনিয়র চিকিৎসকরা জানান, রোগী পরিষেবার সাথেই আন্দোলন চলছে।

এদিন প্রতীকী অনশন চললেও রোগী পরিষেবা স্বাভাবিক থাকে। এমারজেন্সি থেকে আউটডোর পরিষেবা সচল থাকে। আউটডোরেও রোগী দেখেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মাঝেই স্বাস্থ্য পরিষেবা পেয়ে স্বস্তিতে দূর দূরান্ত থেকে আশা রোগী ও রোগীর আত্মীয়রা।