RG Kar Issue “নিজের বিরুদ্ধে নিজে আন্দোলনে নামছেন । অদ্ভুত ব্যাপার। এটাও ভারতবর্ষের রাজনীতিতে মমতা ব্যানার্জি Mamata Banerjee নিদর্শন তৈরি করলেন। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ নিয়ে নিজে পথে নামছেন ” , আরজিকর কান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের রাস্তায় নামাকে এই ভাষাতেই কটাক্ষ করছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী Adhir Ranjan Chowdhury ।
শনিবার অধীর বলেছেন, নিজের বিরুদ্ধে নিজে আন্দোলনে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাস্তায়। শুক্রবার আরজি কর কান্ডে পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শনিবার সেই ঘটনার রেশ টেনেই অধীর চৌধুরী দাবি করেছেন , জোর করে আরজি কর কান্ডে, ভাঙচুরের ঘটনায় অপরাধীদের বাঁচাতে চাইছেন মুখ্যমন্ত্রী। মমতার রাস্তায় নামা নিয়ে সুর চড়িয়েছেন অধীর।
শনিবার সাংবাদিক বৈঠকে অধীর মমতাকে উদ্দেশ্য করে বলেন, “ প্রতিবাদ আপনার বিরুদ্ধে। আপনার রাজ্য ব্যর্থ। আপনার পুলিশ ব্যর্থ। আপনার অধীনে হাসপাতালে আমাদের ঘরের এক মেয়ে সে ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে। সবটা আপনার ব্যর্থতা। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী। আপনার বিরুদ্ধেই আপনাকে বলতে হচ্ছে”।
RG Kar Issue ক্ষোভ রাগ দাবি নিয়ে মেয়েদের দখলে রাতের বহরমপুর
অধীর আরও বলেন, “ আপনার দেহের ভাষাতে আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আপনি জোর করে অপরাধীদের বাঁচাতে চাইছেন। আপনাকে বাংলার মানুষ আগেও রাস্তায় নেমে আন্দোলন করতে দেখেছে। সেই মমতা ব্যানার্জির আর আজকের মমতা ব্যনার্জির আন্দোলনের মধ্যে আকাশ আর পাতালের ফারাক”।
RG Kar Issue অধীরের দাবি, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে সহানুভুতি আদায় করতে পারতেন মমতা। কিন্তু তা না করে আন্দোলনকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অধীর।