শুভরাজ সরকার, সাগরদিঘিঃ সকাল থেকে ৫ ঘণ্টা ধরে সাগরদীঘি থার্মাল পাওয়ার প্ল্যান্টের ৩ নং গেটের সামনে অবরোধ করে বিক্ষোভে সামিল কর্মচারী ও আবাসনের আবাসিক মহিলারা। প্ল্যান্টে ঢুকতে দেওয়া হয়নি আবাসনের অফিসারদের। তাঁদের অভিযোগ চলতি মাসের ২৪ তারিখ ১৫টি কোয়ার্টার থেকে লক্ষ লক্ষ টাকা নগদ, সোনা, হিরে সহ গহনা ল্যাপটপ ও বহু মূল্যবান সামগ্রি চুরি হয়ে গেলেও, পুলিশ নিষ্ক্রিয়। এখনও পর্যন্ত গ্রেফতার হয়নি কেও। উদ্ধারও হয়নি কিছু। সাগরদীঘি থানার পুলিশ অবরোধকারিদের তুলতে গেলে বিক্ষোভের মুখে পরেন। এলাকা জুড়ে রয়েছে তীব্র উত্তেজনা। রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রি ও রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুর জামান বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে জানিয়েছেন। আবাসিকরা প্রশ্ন তুলেছন এখানকার সিকিউরিটি ম্যানেজমেন্টের ওপরও। কারণ এখানে প্রায় ১১০০টি আবাসন রয়েছে। এর আগেও এখান থেকে চুরি হয়েছে বলে জানান এখানকার আবাসকেরাই। চারদিন হয়ে গেল এখনও এতবড় কান্ডের কিনারা করতে না পারায় ম্যানেজমেন্ট ও পুলিশের অপর্দথাকে দায়ি করেছেন আবাসিক নন্দিনী মন্ডল সহ অবরোধকারীরা।
চুরির কিনারা করতে না পারায় সাগরদীঘি থার্মাল পাওয়ার প্ল্যান্টের সামনে বিক্ষোভ আবাসিকদের
Published By: Madhyabanga News |
Published On:
