এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Resham Krishi Mela 2025 বহরমপুরে রেশম কৃষি মেলা, রেশম শিল্পের উন্নতিতে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষন চাষিদের

Published on: January 29, 2025
Resham Krishi Mela 2025

Resham Krishi Mela 2025 রেশম শিল্পের অগ্রগতির লক্ষে বুধবার বহরমপুরে কেন্দ্রীয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক, কর্তাব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধন হল রেশম কৃষি মেলার। শঙ্খ, শোলা, কাঁসার মতোই মুর্শিদাবাদ জেলার গুরুত্বপূর্ণ রেশম শিল্প। ভারতের এই জেলায় প্রথম শুরু হয় রেশম শিল্পের কাজ। বিশ্বজোড়া খ্যাতি মুর্শিদাবাদ সিল্কের। এই শিল্পের সাথে যুক্ত আছেন মুর্শিদাবাদের বহু স্ব নির্ভর দল, বহু চাষি। মুর্শিদাবাদের গ্রামে গ্রামে চাষ হয় তুঁত গাছ, চাষ হয় রেশমগুটি। যদিও অনেকেই মুখ ফিরিয়েছেন। এই রেশম চাষ ও শিল্পকে নিয়েই নতুন ভাবনা প্রশাসনের। গুরুত্ব দেওয়া হচ্ছে নতুন প্রযুক্তিতে।

রেশম কৃষি মেলার উদ্বোধনে

 

Resham Krishi Mela 2025 বহরমপুরের Central Sericultural Research and Training Institute কেন্দ্রীয় রেশম গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের ডিরেক্টর ডঃ এম মাহেশ্বরী বলেন, ” রেশম চাষিদের সুযোগ সুবিধা দিতে গবেষণা এবং উন্নয়নমূলক কার্যকলাপ চলছে। পশ্চিমবঙ্গ  সিল্ক উৎপাদনে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করে। পলু চাষে কিছু বৈচিত্র আনা হচ্ছে। কিছু কাজ পাইপ লাইনে আছে। পূর্ব এবং উত্তর পূর্ব ভারতে প্রতিনিয়ত কাজ হচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে চাষিদের সচেতন করা হচ্ছে সিল্ক পর্ষদের তত্ত্বাবধানে।”

মুর্শিদাবাদ ডিসট্রিক্ট রুরাল ডেভলপমেন্ট সেল DRDC প্রজেক্ট ডিরেক্টর ডঃ সুকান্ত সাহা বলেন, ” অভ্যাস বদলাতে হবে। নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে। কী কী করতে হবে আমরাও একটা রুপরেখা তৈরি করছি। কীভাবে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়, গ্রামের মেয়েদের উৎপাদন বৃদ্ধি করা যায়, রোজগারের পথকে আরও সুগম করা যায়, তারজনই উদ্যোগ।”

Resham Krishi Mela 2025 মেলা জুড়ে রয়েছে বিভিন্ন স্টল। প্রদর্শনীতে মালবেরি থেকে তসর কুকুন, মুগা থেকে তসর, থরে থরে সাজানো রয়েছে নানা প্রকারের রেশম গুঁটি। যা দেখে নতুন নতুন চাষের পদ্ধতি, এবং উৎপাদনের মান নিয়ে সচেতন হন চাষিরা। পরিণত পলুপালন পদ্ধতি থেকে রেশম চাষে জীবানুমুক্তকরন এবং পরিচ্ছন্নতার গুরুত্বও বোঝানো হয় পলু চাষিদের। গবেষনা কেন্দ্রের বিজ্ঞানীরা চাষিদের সচেতন করেন চাষের পদ্ধতি এবং মাটির ধরন নিয়ে। রেশম চাষ কতটা লাভজনক বর্তমানে? বর্তমান সময়ে চাষিরা কীভাবে নতুন প্রযুক্তি, পদ্ধতিতে এই চাষ করছেন? সবটাই বোঝানো হয় হাতেকলমে। রেশম কৃষি মেলায় এসে পলু চাষিরাও উচ্ছ্বসিত। শুধু মুর্শিদাবাদ জেলা নয় আশেপাশের জেলা থেকেও চাষিরা মেলায় আসেন। মুর্শিদাবাদ জেলার রেশম শিল্পে প্রযুক্তি, আধুনিক চাষের ক্ষেত্রে পথ দেখাচ্ছেন গবেষকরা। স্ব মহিমায় আবার কি ঘুরে দাঁড়াবে এই শিল্প। রেশম চাষে এগিয়ে আসবেন আরও বেশী সংখ্যক চাষি? এই মেলা কতটা কার্যকরী? সেটাই দেখার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now