Republic Day 2026 প্রতি বছরের মতো এবারেও প্রজাতন্ত্র দিবস উদযাপনে বিশেষ আয়োজন বহরমপুর শহরে। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস উদযাপন হল বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে। ভারতের জাতীয় পতাকা উত্তলন, কুচকাওয়াজ, March Past এর মধ্য দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। বিভিন্ন কুল কলেজের পড়ুয়া, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহা সমারোহের সাথে মুর্শিদাবাদ জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালিত হল ।

আরও পড়ুন– Murshidabad News মুর্শিদাবাদে ৪ বছরে উদ্ধার ৮ হাজার মোবাইল
Republic Day 2026 প্রজাতন্ত্র দিবস উদযাপনে সোমবার সকাল থেকেই সেজে ওঠে গোটা ব্যারাক স্কয়ার ময়দান। পতাকা উত্তলন করে অনুষ্ঠানের সূচনা করেন Murshidabad District Magistrate মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া । মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ সহ অনান্য প্রশাসনিক আধিকারিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । কুচকাওয়াজের আয়োজন করা হয়। গাড়িতে গোটা ময়দান পরিক্রমা করেন জেলা পুলিশ সুপার ও জেলা শাসক।

Republic Day 2026 প্রজাতন্ত্র দিবসে বিশেষ বার্তা মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়ার
Republic Day 2026 মুর্শিদাবাদ জেলা শাসক নিতিন সিংহানিয়া বলেন, ” আজ এক অত্যন্ত গর্বের দিন। ১৯৫০ সালের আজকের দিনে ভারতের সংবিধান কার্যকর হয়। ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। গণতন্ত্র দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে মৌলিক অধিকার ভোগের পাশাপাশি সংবিধান স্বীকৃত মৌলিক কর্তব্য পালন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।” সম্প্রীতি রক্ষার বার্তা বলেন, ” মুর্শিদাবাদ জেলা প্রশাসন সংবিধানের বিধান অনুসরণ করে অনুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সামাজিক ন্যায়, অন্তর্ভুক্তমূলক উন্নয়ন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রেখে জেলার সর্বাঙ্গীণ উন্নয়নে প্রশাসন নিরলসভাবে কাজ করে চলেছে। আজকের এই গুরুত্বপূর্ণ দিনে জেলার সকল নাগরিককে আহ্বান জানাই ব্যক্তিগত ও সামাজিক জীবনে সংবিধানের মৌলবোধ প্রতিফলিত করুন এবং দেশ ও সমাজ গঠনে সক্রিয় ভূমিকা গ্রহন করুন। ”

Republic Day 2026 এদিন জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, বিভিন্ন প্রকল্প ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়। বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, এন সিসি সকলেই এদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে।











