Renuka Maddi লোকসভা ভোটের দিন সন্তানকে হারিয়েও ‘দাদা’কে জেতাতে ভোট দিতে গিয়েছিলেন বহরমপুরের রেণুকা মাড্ডি। সেই বোনের হাতেই এবারও ফোঁটা নিলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী Adhir Ranjan Chowdhury । বহরমপুরের মাজদিয়াপুরের বাসিন্দা রেণুকা মাড্ডি ২০১৯-এর লোকসভা নির্বাচনে 2019 Indian general election চতুর্থ দফার ভোটের দিন মেজ ছেলে রজতকে হারান। ভোটের দিন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল মেজ ছেলে । ছেলের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে যেতেই তিনি ভোট কেন্দ্রে চলে যান। বলেন, দাদা যাতে একটা ভোটের জন্য দাদা হেরে যান তবে নিজেকে কোনও দিন মাফ করতে পারবেন না। তাই ছেলের দেহ হাসপাতালে রেখেই ভোটকেন্দ্রে পৌঁছে যান তিনি। রেণুকার এই ঘটনা শুনে ভোটে জিতে তাঁর বাড়িতে যান অধীর।
Renuka Maddi এবার ভোটে হেরেছেন অধীর। কী বলছেন রেণূকা ?
Renuka Maddi বলেছেন, “দাদা হেরে গেল আমিও গভীরভাবে মর্মাহত হয়েছি। এটা তীরের ফলার মতো আমাকে বিদ্ধ করেছে”। তবে প্রতিবছরের মতো এই বছরও ভাইফোঁটার দিন বোন রেণুকার বাড়িতে ফোঁটা নিতে যান অধীর। এদিন ভোটা নিতে গিয়ে বহরমপুরের প্রাক্তন সাংসদ বলেন, “ এই বাড়িতে বিষাদ রয়েছে। বিষাদের মধ্যেও যেখানেই থাকি এখানে এই দিনে আসবার চেষ্টা করি। ফোঁটা দেওয়ার পাশাপাশি খাবার খাওয়ান, দামি উপহার দেন আমার কাছে এই দিনটি স্মরনীয়” । ভাইকে ফোঁটা দিয়ে শাড়ি উপহার পেয়ে খুশি বোন রেনুকা মাড্ডিও। দাদা সুনামের সাথে সমাজে মাথা উঁচু করে চলুক চাইছেন বোন রেণুকা।