Rejinagar TMC একুশে জুলাইয়ের মুখে মুখোমুখি সংঘাতে দুই তৃণমূল নেতা। সম্মুখ সমরে দলের জেলা চেয়ারম্যান এবং প্রাক্তন এক ব্লক সভাপতি। রেজিনগরের বিধায়ক, তৃণমূলের বহরমপুর মুর্শিদাবাদ জেলা চেয়ারম্যান রবিউল আলম চৌধুরীর Rabiul Alam Chowdhury বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তৃণমূলের TMC বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি আতাউর রহমান। পালটা অভিযোগে সরব জেলা চেয়ারম্যান। ফের সুর চড়ালেন প্রাক্তন ব্লক সভাপতিও।
মঙ্গলবার বিধায়কের বিরুদ্ধে টেন্ডার দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন আতাউর রহমান। বুধবার রবিউল আলম চৌধুরীর দাবি, দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারলে বিধায়ক পদ ছেড়ে দেবেন।
Rejinagar TMC কী নিয়ে তরজা দুই নেতার ?
Rejinagar TMC আতাউর রহমানের অভিযোগ ছিল, ঠিকাদারদের কাজে বাঁধা দিচ্ছেন বিধায়ক। বিধায়কের অভিযোগ, ঐ তৃণমূল নেতার স্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি। তিনিই অবৈধভাবে টেন্ডার প্রক্রিয়া করতে চাইছেন। বিধায়কের দাবি, বেলডাঙ্গা ২ ব্লকে টেন্ডার নিয়ে বেনিয়ম হচ্ছে। উন্নয়ন থমকে যাচ্ছে। টেন্ডার মনমতো না হলে বাতিল করা হচ্ছে।
বিধায়কের অভিযোগ, টেন্ডার না করেই ফেরিঘাটের সত্ত্ব দেওয়া নিয়েও বেনিয়ম হয়েছে। এর দায়ও পঞ্চায়েত সমিতির। এদিন বিধায়কের জাবাব দিয়েছেন আতাউর রহমানও। আতাউর রহমানের দাবি, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে ভোট করেন নি বিধায়ক। সুসম্পর্ক রাখেন না পঞ্চায়েত , পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গেও। রেজিনগর বিধানসভা এলাকায় বিধায়কের চোখের সামনে দুর্নীতি হচ্ছে বলেও দাবি করেছেন ওই তৃণমূল নেতা।