এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Rejinagar TMC রেজিনগরে কংগ্রেস ভেঙে তৃণমূলে

Published on: June 28, 2024
Rejinagar TMC

Rejinagar TMC লোকসভা ভোটের পর ফের শুরু কংগ্রেসের রক্তক্ষরণ। ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কংগ্রেস কর্মীরা Indian National Congress ।  লোকসভা ভোট মিটতেই  মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের দাবি, নতুন করে  তৃণমূলে AITC  যোগদানের হিড়িক পড়েছে। কয়েক দিন আগেই রেজিনগরে হয়েছে কংগ্রেস, বামফ্রন্ট থেকে তৃণমূলে কর্মীদের  যোগদান। ১৭ জুন   কংগ্রেস থেকে অভীমানী ঘোষ ও অর্পনা ঘোষ এবং সিপিআই(এম) থেকে তরনী ঘোষ নামে এক পঞ্চায়েত সদস্য দল বদলে তৃণমূলের পতাকা তুলে নেন। ব্লক তৃণমূল সভাপতি মঞ্জুর সেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের হাত ধরে হয়  যোগদান ।  শুক্রবার ফের  কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানের নজির  দেখা গেল রেজিনগরে। গত লোকসভা ভোটে বহরমপুর লোকসভার রেজিনগর বিধানসভা কেন্দ্রে ভালো লিড দিয়েছে তৃণমূল। শুক্রবার রেজিনগর বিধান সভার দাদপুর গ্রামপঞ্চায়েতের অমরপুর গ্রাম থেকে বেশকিছু কংগ্রেসের কর্মী যোগ দিলেন তৃণমূলে।

 

ব্লক তৃণমূল সভাপতি মঞ্জুর সেখ ও প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের হাত ধরে হয় যোগদান। এই যোগদানে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব।  আতাউর রহমানের দাবি, এলাকায় দলের জনপ্রিয়তা বাড়ছে তাই এই যোগদান । তৃণমূলে যোগদানকারী ওয়াসিম আক্রমের দাবি,  কংগ্রেসে সুযোগ সুবিধা কিছুই নেই। তাই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছনে তাঁরা । যদিও এই যোগদানকে আমল দিতে নারাজ কংগ্রেস নেতারা।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now