Rejinagar চলছে রমজান মাস। সামনেই খুশির ইদ। এই সময়ে ফল থেকে সবজি, মাছের বাজার থেকে মুদির দোকান- কোথাও অতিরিক্ত দাম বৃদ্ধি হয়েছে কিনা খতিয়ে দেখতে চলল বিশেষ অভিযান। এমনিতেই রমজান মাসে ফল থেকে সবজি সবকিছুর দাম চড়া থাকে। এই সময়ে অনেক ব্যবসায়ীই বাড়তি মুনাফা তুলতে চেষ্টা করেন। সেই বিশ্বষয়টি লক্ষ্য রেখেই অভিযান চলে রেজিনগরে। সবজি থেকে ফলের দাম নিয়ন্ত্রনে আনতে বাজারে হানা রেজিনগর থানার পুলিশের। মঙ্গলবার সকালে রেজিনগরে বাজারে দাম কী রয়েছে তা সরাসরি বিক্রেতাদের মুখ থেকেই শোনেন পুলিশ আধিকারিক। দাম নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দেওয়া হয়। কোন অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস।
Rejinagar রমজানে দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণে বাজারে হানা পুলিশের
Published By: Imagine Desk |
Published On:
