Rejinagar News ডাকাতির ছক বানচাল ! পুলিশের জালে তিন দুষ্কৃতি

Published By: Imagine Desk | Published On:

Rejinagar News প্ল্যান মাফিক রেইকি হয়েছিল আগেই, গভীর রাতে ছিল সেই প্ল্যান সফল করার টার্গেট।  তবে শেষরক্ষা হল না। পুলিশের জালে ধরা পড়ল তিন ডাকাত। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। Murshidabad এর রেজিনগরের মাঙ্গনপাড়া থেকে গ্রেফতার করা হয় তিন ডাকাতকে।

Rejinagar News  পুলিশ সূত্রে জানা গেছে, সূত্র মারফৎ খবর পেয়ে মাঙ্গনপাড়া এলাকায় ভাগীরথীর পারে অভিযান চালানো হয়। সোমবার গভীর রাত থেকে সেখানে হানা দেয় পুলিশ। বেশ কয়েকজন পালিয়ে গেলেও ধরা পরে তিনজন।

Rejinagar News কী জানান বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই ?

Rejinagar News  মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বেলডাঙার এসডিপিও উত্তম গড়াই জানান, ধৃত তিনজনের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। ধৃত মোশারফ শেখ ও উৎপল হালদার নওদা থানা এলাকার এবং কিশোলয় বসু হরিহরপাড়া থানা এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট ও ডাকাতির মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের হেফাজতে চেয়ে বহরমপুর কোর্টে পাঠানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ডাকাত দলের বাকি সদস্যদের সন্ধান চালানো হচ্ছে।

See also  কালী পুজোয় আলো ঝলমলে হরিহরপাড়া