এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Rejinagar News  ডোমকলের পর কেঁপে উঠল রেজিনগর ! বারবার মুর্শিদাবাদে এই ঘটনা

Published on: October 4, 2025
Rejinagar News

Rejinagar News  ডোমকলের পর এবার রেজিনগরে বিস্ফোরণ । শুক্রবার  গভীর রাতে বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগর থানার REJINAGAR PS  ছেতিয়ানি ঘোষপাড়া এলাকা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল তাজা বোমা। স্থানীয়দের দাবি শুক্রবার গভীর রাতে  ছেতিয়ানি ঘোষ পাড়া এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে।  যদিও এখনও কোন দেহ উদ্ধার হয়নি। ঘটনাস্থলে পরে রয়েছে রক্ত। বারবার মুর্শিদাবাদে কেন এই ধরণের ঘটনা ঘটছে ? উঠছে প্রশ্ন।

Rejinagar News ঘটনার পর থেকেই নিখোঁজ মির্জাপুরের বাসিন্দা উসমান বিশ্বাস নামে এক ব্যক্তি।

Rejinagar News  উসমান বিশ্বাসের  পরিবারের দাবি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়েছিল ছেতিয়ানি ঘোষ পাড়া এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান বোমা বাঁধার সময় বিস্ফোরনের ঘটনা ঘটে।  শুক্রবার দুপুরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ডোমকল। মৃত্যু হয়েছিল এক মহিলার। তার পরপরই এবার বিস্ফোরণের ঘটনা ঘটল রেজিনগরে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরেই রাজনৈতিক বিবাদে  উত্তপ্ত মুর্শিদাবাদের রেজিনগর। এই ঘটনার সঙ্গে তার কোন যোগ আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

Rejinagar News এই ঘটনায় চক্রান্তের অভিযোগ তুলেছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী Rabiul Alam Chowdhury । তিনি বলেন, ” আমি চাইছি যারা এই কাজ করেছে, প্রশাসন  তাঁদের বিরুদ্ধে কঠোর  ব্যবস্থা নেক। ভোট এখনও অনেক দেরি, কার ইন্ধনে কিসের জন্য বোমা বেঁধেছে সেটা পুলিশ তদন্ত করে বের করুক। প্রশাসনের কাছে আবেদন করবো নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেওয়া হোক। নিশ্চয় এর পিছনে বড় চক্রান্ত ও বড় মাথা আছে, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক”।

৩ অক্টোবর ডোমকলের (Domkol) ঘোড়ামারা এলাকায়   বাড়িতে বোমা ফেটে বিস্ফোরণ হয় । একাদশীর দিন সকাল ১১ টার সময় কেঁপে ওঠে এলাকা। ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে । পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ডোমকল থানায় খবর আসে ঘোড়ামাড়া গ্রাম পঞ্চায়েতের ঘাটপাড়ার কামুরদিয়ার গফুর মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটে। সেখানে গিয়ে পুলিস ছিদ্দাতন খাতুন নামে গুরুতর জখম এক মহিলাকে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। তিনি গফুর মণ্ডলের স্ত্রী। পুলিস জানিয়েছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গফুর মণ্ডল বাড়ির পিছনে বোমা মজুত করেছিলো। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now