Rejinagar News রেজিনগরের ছেতিয়ানি ঘোষ পাড়ায় বোমা বিস্ফোরণের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই ব্যক্তি। উদ্ধার হয়েছে ৯১টি সকেট বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার গভীর রাতে রেজিনগরের Rejinagar PS ছেতিয়ানি ঘোষ পাড়া এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেলে সেখান থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে তাজা সকেট বোমা। এই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন মির্জাপুরের বাসিন্দা উসমান বিশ্বাস। শনিবার দুপুরে শক্তিপুর নদী ঘাটে উদ্ধার হয় মৃত উসমান বিশ্বাসের মৃতদেহ।
Rejinagar News পরিবারের সদস্যরা অভিযোগ করেন বোমা বাঁধার জন্য ঐ ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়েছিল। শনিবার দুপুরে শক্তিপুরে ভাগীরথীতে উদ্ধার হয় উসমান বিশ্বাসের ক্ষতবিক্ষত দেহ। পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত ওয়াজ করিম শেখ ওরফে কানু ছেতিয়ানি ঘোষ পাড়া এবং নবাব শেখ মির্জাপুরের বাসিন্দা। মৃতের স্ত্রী এই ওয়াজ করিম শেখের বিরুদ্ধে রেজিনগর থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৯১টি তাজা সকেট বোমা। বোমা বাঁধার সময় নিজেদের মধ্যে বচসা ও বিতণ্ডার মাঝে পরে উসমান বিশ্বাসকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।