Rejinagar News ছাদের উপর পাটকাঠির গাদা! আর সেখানেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা

Published By: Imagine Desk | Published On:

Rejinagar News বুধবার সাত সকালে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। মুর্শিদাবাদেরেজিনগরের কাঁশিপুরে বিধ্বংসী আগুন লেগে বিপত্তি। আগুন লাগে পাশাপাশি দুটি বাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি বাড়ির ছাঁদেই ছিল পাটকাঠির গাদা। তীব্র রোদে সেই মজুত করা পাটকাঠির গাদায় আগুন লাগে। সেই আগুন ভয়ঙ্কর রূপ নেই। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। স্থানীয়রা প্রথমে জল ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। যদিও চেষ্টায় ব্যর্থ হন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আগুন নিয়ন্ত্রন আসলেও দুটি বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

Rejinagar News দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বেলডাঙা ২ নম্বর ব্লকের বিডিও তুহিনকান্তি ঘোষ। ক্ষতিগ্রস্থদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। ব্লক প্রশাসনিক আধিকারিক জানান, পাটকাঠির গাদায় আগুন লাগে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে বাসস্থান থেকে দাহ্য পদার্থ নিরাপদ দূরত্বে রাখার জন্য বোঝানো হয় এলাকাবাসীদের। ক্ষতিগ্রস্তদের সাময়িক ক্ষতিপূরণে কিছু সামগ্রী দেওয়া হয়েছে। পরবর্তীতেও সহযোগিতা করা হবে ক্ষতিগ্রস্তদের।