Rejinagar News মুর্শিদাবাদের রেজিনগর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত আরও এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেজিনগরের গোপালপুর এলাকার বাসিন্দা দুই যুবক আত্মীয়ের বাড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। তখনই ঘটে দুর্ঘটনা। জাতীয় সড়কের উপর ডাম্পারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন বাইক চালক। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় উজ্জ্বল ঘোষ নামে ঐ যুবকের। গুরুতর আহত অবস্থায় বাইক আরোহী শ্রীমন্ত ঘোষকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। গভীর রাতে বাইকের গতিই কি কাল হল? উঠছে প্রশ্ন।