Rejinagar News লছিমনে ট্রাকের ধাক্কা ! রাস্তাতেই শেষ ১ জন।
জানা গিয়েছে লছিমনটি রেজিনগর স্টেশন (Rejinagar Rly station(REJ)) থেকে ১২ নম্বর জাতীয় সড়কের উপর রেজিনগরের পেট্রল পাম্পে তেল আনার জন্য যাচ্ছিল। জাতীয় সড়কে ওঠার সময় একটি ট্রাক পিছন থেকে এসে ধাক্কা মারে। বহরমপুরের দিকে যাচ্ছিল ওই ট্রাক।
আরও পড়ুনঃ Murshidabad Road কান্দিতে মুখোমুখি টোটো-স্টেট বাস ! গেল ২ প্রাণ
Rejinagar News কীভাবে গেল প্রাণ ?
ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যান নবাব শেখ (১৭) । সেই সময় লছিমন চালাচ্ছিলেন তিনি। ট্রাকের চাকায় পিষে যান তিনি। দেহ উদ্ধার করে বেলডাঙা প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ২ জন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।









