এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Rejinagar News শ্বশুর বাড়িতে বধূর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য রেজিনগরে

Published on: August 21, 2024
Rejinagar News

Rejinagar News শ্বশুর বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে ঘিরে চাঞ্চল্য ছড়াল রেজিনগর থানার তকিপুর পশ্চিমপাড়া এলাকায়। বধূকে খুনের অভিযোগ পরিবারের। পুলিশ মৃতের শ্বাশুরিকে আটক করেছে। জানা যায় বছর তিনেক আগে আলমাস খাতুনের বিয়ে হয় একই গ্রামে সামিউল সেখের।

বিয়ের পর থেকেই বধূর উপর নির্যাতন চালান হতো বলে অভিযোগ। বুধবার সকালে বধূর পরিবারের লোকজন খবর পান গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে। যদিও পরিবারের দাবি খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই বধূকে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠায়। পুলিশ মৃতের শ্বাশুরিকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য। মৃতের দিদি ফুলবনি খাতুন বারবার খুনের অভিযোগ তুলছেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now