Rejinagar News রবিউলের পাশে বিজেপি, কংগ্রেসও ! জেলে সভাপতি

Published By: CHIRANJIT GHOSH | Published On:

Rejinagar News রবিউলের পাশে বিজেপি, কংগ্রেসও ! জেলে সভাপতি । বিধানসভা ভোট এখনও ঢের দেরি। তার আগেই সরগরম রেজিনগরের রাজনীতি।

রেজিনগর থানা এলাকার  মুর্শিদাবাদের বেলডাঙ্গা-২ -পূর্ব ব্লকের তৃণমূলের (TMC)  সভাপতি মাঞ্জুর সেখ   বুধবার আদালতে আত্মসমর্পণ করেন মাঞ্জুর সেখ  । তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। তিনি বেলডাঙ্গা-২ ব্লকের পূর্ব সভাপতি হিসেবে এবারও দায়িত্ব পান। তাঁকে ফের ব্লক সভাপতি করার ক্ষোভ জানিয়েছিলেন রেজিনগরে বিধায়ক রবিউল আলম চৌধুরী। ব্লক সভাপতির জেলা যাত্রায় স্বস্তিতে তিনি। কার্যত তার পাশেই দাঁড়িয়েছে কংগ্রেস, বিজেপি।

Rejinagar News আরও পড়ুনঃ Murshidabad TMC এবার জেলে তৃণমূলের ব্লক সভাপতি

রবিউল আলম চৌধুরী বৃহস্পতিবার বলেছেন, “ আমরা আইনের উপর নই। আইন মোতাবেক যা হবে সেটাই আমরা মেনে নেবো। এদিন রেজিনগরের বিধায়ক ফের দাবি করেছেন, মামলা থাকার পর হাইকোর্ট, সুপ্রিম কোর্টেও জামিন পান নি ওই নেতা। তারপরেও তাঁকে ব্লক সভাপতি কড়া হয়। বিষয়টা দল বুঝবে।

অভিযুক্ত তৃণমূল নেতা

Rejinagar News কার্যত রেজিনগরের বিধায়কের পাশেই দাঁড়িয়েছেন বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র। ওই নেতাকে ফের ব্লক সভাপতি করার বিরুদ্ধে রবিউলের বিরোধিতাকে সমর্থন করেছেন  কাঞ্চন মৈত্র। তিনি  বলেছেন, “ এই মাঞ্জুর বড় অপরাধী। সে এতোদিন পুলিশের ভয়ে গা ঢাকা দিয়ে ছিল। তৃনমূল নেতাদের ক্রিমিনালের উপর ভর করে ভোটে জিততে হবে। সেজন্যই দাগী অপরাধীতে ব্লক সভাপতি কড়া হয়েছে”। বিজেপি বিধায়কের দাবি, অসংখ্য দাগী অপরাধী তৃণমূলের বিভিন্ন পদে বসে আছে।

একই সুর শোনা গিয়েছে জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাসের গলাতেও। জয়ন্ত দাসের দাবি, তৃণমূলের ওই ব্লক সভাপতি অপরাধী বলেই ফেরার। তিনি বলেছেন, “ নতুন কোন ব্লক সভাপতি এতো ভালো বুথ জ্যাম, রিগিং করতে পারবে না। তাই তাঁকে আবার ব্লক সভাপতি করা হয়েছে”। জয়ন্ত দাসও সমর্থন জানিয়েছেন রবিউল আলম চৌধুরীর বিরোধিতাকে।

Rejinagar News সামনেই রেজিনগরে তৃণমূলের একাধিক গোষ্ঠীর উদ্যোগে করা হবে বিজয়া সম্মিলনী। তার আগে এই কান্ডে সরগরম রেজিনগর।

See also  বহরমপুরে ফুটবল টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা