Rejinagar News অবশেষে উদ্ধার হল রেজিনগরের ছেতিয়ানি ঘোষ পাড়া এলাকায় বোমা বিস্ফোরণে মৃত উসমান বিশ্বাসের মৃতদেহ। শনিবার দুপুরে শক্তিপুর নদী ঘাটে ভাগীরথীতে উদ্ধার হয় দেহ। শুক্রবার রাতে রেজিনগরের ছেতিয়ানি ঘোষ পাড়া এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে। বিস্ফোরণের পর থেকেই নিখোঁজ ছিল মির্জাপুরের বাসিন্দা ঐ ব্যক্তি।
Rejinagar News পরিবারের সদস্যদের দাবি ছিল শুক্রবার সন্ধ্যায় তিনজনকে তাঁকে ডেকে নিয়ে এসেছিল। তারপর থেকেই আর কোন খোঁজ মিলছিল না। বোমা বাঁধার সময় বিস্ফোরণে ঐ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
Rejinagar News শুক্রবার গভীর রাতে বিস্ফোরণে কেঁপে উঠল রেজিনগর থানার REJINAGAR PS ছেতিয়ানি ঘোষপাড়া এলাকা।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল তাজা বোমা। স্থানীয়দের দাবি শুক্রবার গভীর রাতে ছেতিয়ানি ঘোষ পাড়া এলাকা বিস্ফোরণে কেঁপে ওঠে। উসমান বিশ্বাসের পরিবারের দাবি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসা হয়েছিল ছেতিয়ানি ঘোষ পাড়া এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান বোমা বাঁধার সময় বিস্ফোরনের ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ডোমকল। মৃত্যু হয়েছিল এক মহিলার। তার পরপরই এবার বিস্ফোরণের ঘটনা ঘটল রেজিনগরে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় ধরেই রাজনৈতিক বিবাদে উত্তপ্ত মুর্শিদাবাদের রেজিনগর। এই ঘটনার সঙ্গে তার কোন যোগ আছে কিনা, খতিয়ে দেখছে পুলিশ।