মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ রবিবার ভোরে রেজিনগর বাসস্ট্যান্ড মোড়ে জাতীয় সড়কের ওপরে ঘটে ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় সূত্রের খবর, ভোর রাতে পাথর বোঝায় একটি ট্রাক, পলাশির দিকে যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বালি বোঝায় ডাম্পারকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় পাথর বোঝায় লড়ির চালক। স্থানীয়দের তৎপরতায় লড়ির চালককে উদ্ধার করে ভর্তি করা হয় বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অবস্থার অবনতি ঘটায় তাঁকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পাথর বোঝাই ট্রাকটির ওজন বেশি থাকার কারণেই বিরাট ক্ষতিগ্রস্ত হয় ট্রাকটি। সামনের চালক সহ খালাসীর আসন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জেলায় রোজ বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। এই অবস্থায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বড় গাড়ির দুর্ঘটনায় ছড়াচ্ছে আতঙ্ক। সারা রাত জাতীয় সড়কের ওপর দিয়ে চলে মাল ও যাত্রী বোঝাই গাড়ি। কোনও বড়সড় দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ তার দায়িত্ব কে নেবে এই নিয়েও উঠছে প্রশ্ন।