ট্রেনে উঠেছিল কিন্তু ফোন তুলছিল না ছেলে ! রেজিনগরের বাড়িতে এল দুঃসংবাদ

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  বালাসোরে  ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল  রেজিনগরের একডালা মধুপুরের এক পরিযায়ী শ্রমিকের । মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার। মৃতের নাম সফিকুল সেখ । বেলডাঙা ২ ব্লকের ৬ জন বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁদের মধ্যে রেজিনগরের কাশিপুরের বাসিন্দা আপেল সেখ সোমবার বাড়ি ফিরেছেন। এখনও আহত ৫ জন বাড়ি না ফেরায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। ট্রেন দুর্ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন রেজিনগর থানার একডালা মধুপুরের বাসিন্দা বছর ২৫ এর সফিকুল সেখ । বাড়ি থেকে তাঁর খোঁজে বালাসোরে  যান সফিকুলের বাবা । সোমবার তাঁরা সফিকুলের দেহ শণাক্ত  করেন। খবর দেওয়া হয় বাড়িতে । এই ঘটনায় মৃত পরিযায়ী শ্রমিক পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মৃতের মা সেরজাহান বিবি জানান,  ট্রেনে ওঠার পর ছেলের সাথে কথা হয় নি ফোনে। ছেলে ফিরেছে কিনা ফোন করে জানতে চায় ঠিকাদার। সেই থেকেই আশংকায় কাটছিল দিন।

মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা । সফিকুলের মা জানান,  মাত্র সপ্তাহ খানেক আগে কাজে কেরালায় গিয়েছিলেন সফিকুল । বাড়ি ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় নিভে গেল জীবনের আলো। তবে মৃত্যুপুরি থেকে কোন রকমে জীবন নিয়ে বাড়ি ফিরতে পাড়লেও এখনও চোখে মুখে আতঙ্ক কাটেনি কাশিপুরের বাসিন্দা আপেল সেখের।