মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ রেজিনগরে যুবতীর রহস্যজনক মৃত্যুতে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়েছে ক্ষতবিক্ষত মৃতদেহ। পরিবারের অভিযোগ খুন করা হয়েছে যুবতীকে। পরিবার সূত্রে জানা গিয়েছে রেজিনগরের বিকলনগর পশ্চিমপাড়া এলাকায় টাকা ধার দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় দুপক্ষের ৬ জন আহত হন। দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করে থানায়। অভিযোগ করে ফেরার পথে সন্ধ্যার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাহামিনা খাতুনকে। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পরেন পরিবারের সদস্যরা। সারা রাত নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে রেজিনগর স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের ধার থেকে উদ্ধার হয় যুবতীর দেহ। যুবতীকে খুনের অভিযোগ তুলছে পরিবারের সদস্যরা। আরপিএফ ও রেজিনগর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে যুবতীর মৃত্যু তাঁর তদন্তে নেমেছে পুলিশ।
রেজিনগরে যুবতীর রহস্যজনক মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের
Published on: December 15, 2023












