আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস হয়ে গেল বহরমপুর টেক্সটাইল কলেজে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ জেলা ভিত্তিক বিজ্ঞান চর্চার ক্ষেত্রকে আরও প্রসস্ত করতে ষষ্ঠ বর্ষে আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত হল বহরমপুর টেক্সটাইল কলেজ। বিজ্ঞান জাতির মেরুদন্ড। বিজ্ঞান ও প্রযুক্তিই এগিয়ে নিয়ে যেতে পারে জাতিকে। বিজ্ঞানের ডানায় ভর করে রোজ এগিয়ে যাচ্ছে সমাজ এই উদ্দেশ্যেই বিজ্ঞান ভাবনার ক্ষেত্রে আরও কীভাবে নতুন ভাবনা সামনে আসবে তা নিয়ে সেমিনার হল বহরমপুরে।

বহরমপুর টেক্সটাইল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য ঘোষ জানান, “আমাদের কলেজ জেলাবাসীর গর্ব। এই সাইন্স কংগ্রেস করতে পেরে আমরা গর্বিত। প্রচুর ভালো গবেষণাপত্র এসেছে।” ১৮ ও ১৯ শে জানুয়ারি বহরমপুরে অনুষ্ঠিত এই বিজ্ঞান কংগ্রেসে মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় ১৫০ জন হবু গবেষক নিজেদের গবেষণা পত্র পাঠ করেন। ১২ টি ভাগে দু’দিন ধরে চলে গবেষণা পত্র পাঠ। সেখান থেকে নির্বাচিত কিছু তরুণ গবেষকদের রাজ্য স্তরে পাঠানো হবে। এদিন গবেষণা পত্র পাঠ করতে ও সেই পাঠ শুনতে বিজ্ঞান কংগ্রেসে উপস্থিত ছিলেন অনেক বিজ্ঞানমনস্ক মানুষ। সেখানে এসে বাংলা ভাষায় যাতে গবেষণা পত্র পাঠ করা হয়, তাহলে বাংলায় বিজ্ঞান চর্চার আরও পরিসর বাড়বে জানান, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রজত কিশোর দে। তিনি জানান, “গবেষণাপত্রগুলি খুব মন দিয়ে শুনছিলাম। কিন্তু একটা জিনিস একটু খটকা লাগল সবাই ইংরাজিতে পেপার পড়ছে। বাংলায় পড়লে ভালো লাগত”।

এই বিজ্ঞান কংগ্রেসে হবু গবেষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উপাচার্যরাও।